পূর্ণতা পর্ব-১১

0
445

#পূর্ণতা❤️
#তানজিলা_তাবাচ্ছুম❤️

১১.

আর তার বাবা ওখানেই তাকে সবার সামনে থাপ্পর মারে তারপর টেনে টেনে বাড়িতে নিয়ে আসে।তারপর রুমে ছুড়ে মারে আর চেঁচিয়ে বলে,

‘একটা পা-ও যদি বাড়ির বাহিরে রেখেছিস,তোর পা কেটে রেখে দিবো বলে দিলাম।

তারা কাঁদতে কাঁদতে বলে,

‘বাবা প্লিজ যাই করেন না কেনো প্লিজ বিয়েটা ভেঙ্গে দিন।আমি বিয়ে করতে চাই না।’

তারার বাবা তাকে একটা চড় মেরে ঝাঁঝালো কন্ঠে বলে,

‘তোর জন্য আমি আমার মান সম্মান নষ্ট হতে দিবো না।তোর আজকে বিয়ে হবে আর তুই করবি বলে দিলাম।আর যদি পালানোর চেষ্টা করিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না।’

তারা গিয়ে তার বাবার পা দু’টো ধরে কাঁদতে শুরু করে।যদি একটু তার বাবার মনে মায়া,মমতা জন্মায়। কিন্তু তার বাবা পা ছাড়নোর চেষ্টা করছে।তারা কাঁদতে কাঁদতে বলে,

‘ আমি আপনার সব কথা শুনব কিন্তু প্লিজ আমি বিয়ে করবো না।’

তারার বাবা তাকে ঝটকা মেরে সরিয়ে দেয়।এদিকে এত চেঁচামেচি হওয়ায় তারার মা রুমে চলে আসে তারপর জানতে চায় কি হয়েছে।তারার বাবা রাগী কন্ঠে বলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।তার পর তারার মাকে বলে,

‘শোনো তোমার এ অপয়া মেয়েকে বলে দিও যদি ওর জন্য যদি আমার মান সম্মানের নষ্ট হয় তবে তোমাকে আমি তালাক দিবো বলে দিলাম।’

বলে তারার বাবা হনহন করে চলে যায়।তারা তার মায়ের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগেই তার মা বলে উঠেন,

‘যদি তোর জন্য আমার সংসার ভাঙ্গে তবে তুই আমার মরা মুখ দেখবি অপয়া মেয়ে কোথাকার।’

বলে চলে যায়।তারা নিচে বসে পাথরের মত হয়ে যায়। শুধু চোখ থেকে টপটপ করে পানি পড়ছে।যদি আত্মহত্যা করা মহাপাপ না হতো তাহলে তারা এক সেকেন্ড ও ভাবতো না আত্মহত্যা করতে।দেখতে দেখতে বিয়ের সময় হয়ে এলো।তারার মা এসে তাকে বিয়ের শাড়ি না পড়িয়ে বোরকা আর নেকাব পড়িয়ে দেয় ,তারা তখন ও একই কথা বলে সে বিয়ে করতে চায় না, কিন্তু প্রতিউত্তরে তার মা কিছু বলে না।তারপর ছেলে পক্ষ রা আসে।তারা তার ঘরে একাই বসে আছে।চোখ দিয়ে অনবরত পানি পরেই যাচ্ছে ।তার চোখের পানিতে নেকাব টা যেনো ভিজেই গেছে।প্রায় অনেকক্ষণ পর তারার বাবা মা আসে।তারা বিয়ের পেপারে সাইন করার সময় ও তার বাবার দিকে তাকিয়ে কেঁদে কেঁদে বলে,সে বিয়ে করবে না। কিন্তু তার বাবা কোনো কথা না শুনে শুধু তার মাকে বলে ,’এই যদি কোনো নাটক শুরু করে তবে আমার থেকে কেউ খারাপ হবে না।’বলে চলেই যায়।তারপর তার মা-ও তাকে আবার সেই একই কথা বলে,যদি তারা পাত্র পক্ষের সামনে কোনো রকম সিন ক্রিয়েট করে তবে সে তার মায়ের মরা মুখ দেখবে। তারা যেনো পাথরের মত হয়ে যায়।তারপর তারাকে বিদায় দেয়। বিদায় দেওয়ার সময় তারা তার বাবা মা কে দেখেছিল তাদের চোখে কোনো রকম পানি ছিল না আর না তাদের মুখে কোনো রকম দুঃখের ছাপ ছিল। তাদের দেখে মনে হচ্ছিল ওনারা খুব খুশি। শুধু তারার বোন তরী কেদেছিল আর তাকে সান্ত্বনা দিচ্ছিল। পুরো রাস্তায় তারা চুপ করে বসে ছিল।মুখে কোনো কথা নেই। শুধু চোখ বয়ে পানি আর পানি।যেনো সে জীবিত লাশ হয়ে আছে।তারপর প্রায় ৫ ঘন্টার পর সে তার শশুর বাড়িতে আসে।
________

তারা চোখের পানি টুকু মুছে নিল। এতক্ষণ দাঁড়িয়ে মনে করছিল।আকাশটা আজ বেশ মেঘলা। কিছুক্ষণ পর একটু রিমঝিম বৃষ্টি পড়তে শুরু করে।তারা আর ভিতরে গেলো না।বৃষ্টিতে একটু ভিজলো। বৃষ্টির আল্লাহর রহমত।’বৃষ্টির পানি স্পর্শ করা সুন্নাহ'[সহীহ মুসলিম]।তারা আকাশের দিকে তাকিয়ে আছে। মনে মনে দুয়া করছে যাতে সে সব রকম ঝামেলা থেকে মুক্তি পায়।আর তার জন্য যা কল্যানকর হবে তাই যেনো হয়।এইসব কিছুর যাতে একটা সমাধান হয়।’বৃষ্টির সময়ে দুয়া কবুল হয়'[আবু দাউদ:]।তাই তারা এই সময়ে দুয়া করলো। কিছুক্ষণ পর বৃষ্টি থেকে যায়।একটু ঝিরঝিরে বৃষ্টি রয়েছে। তারা ছাদে হাঁটতে শুরু করে।ছাদের এক পাশে রেলিং আছে ওপর পাশে নেই।তারা রেলিং না থাকা ওইপাশে যায়। খুব কাছাকাছি যায় তারপর নিচে তাকিয়ে দেখছে। হঠাৎ তারার কেমন ভয় লাগতে শুরু করে।তার হার্ট বিট দ্রুত গতিতে চলতে শুরু করে।তারার মনে হচ্ছে কেউ তার কাছে আছে, খুব কাছে। তারা পিছন ফিরে তাকাতেই আলোকের হাসি মাখা মুখ ভেসে উঠে। তারা আতংকে পিছনে ধাক্কা খায়। আর রেলিং না থাকায় ছাদ থেকে পড়ে যায়।তারার মাথায় শুধু একটা কথাই আসছিল যে ,আলোক তাকে ধাক্কা দিলো,তার মানে আলোক সত্যি একজন কিলার।তারা নিচে পড়তেই তার চোখ মুখ থেকে রক্ত পড়তে শুরু করে।নিচের জায়গা টুকু প্লাস্টার হওয়ায় তার বেশি আঘাত লাগে। বিশেষ করে মাথায়।মাথা ফেটে রক্ত পড়তে শুরু করেছে।তারার ধীরে ধীরে শক্তি হ্রাস পাচ্ছে।তার চোখ বন্ধ হয়ে আসছে।আর প্রচন্ড যন্ত্রনা হচ্ছে তার। যেনো নিজের মৃত্যুকে নিজের চোখেই দেখলো।

_____________

মাথাটায় প্রচন্ড যন্ত্রনা হচ্ছে।চোখ খোলার মত শক্তি হচ্ছে না। খালি চোখের সামনে একটা সিন ই ভেসে উঠছে যে,আলোক তাকে ধাক্কা দিল।আলোক হাসছিল তখন।তারা মুখ দিয়ে বিড়বিড় করে বলে,আল_আল_আলো_আলোক_ন_না!’তারা ধীরে ধীরে হাঁপাতে শুরু করে জোরে জোরে শ্বাস নিতে থাকে।তারপর চোখ খোলার চেষ্টা করে।তারার কানে আওয়াজ আসছে কেউ তাকে ডাকছে।তারা চোখ মেলে তাকাতেই ইরার মুখ টা ভেসে ওঠে।ইরার মুখটা কেমন চিন্তিত।ইরা তারাকে হালকা ঝাঁকিয়ে বললো,

‘তারা কি হয়েছে তোমার?কোনো খারাপ স্বপ্ন দেখেছো? কাকে ডাকছো তুমি?’

ইরার দিকে তাকানোর শক্তিটুকু ও নেই।কারন ঘাড় বাঁকা করতেই তার প্রচন্ড ব্যথা হচ্ছে।তারাকে এভাবে দেখে ইরা বলে,

‘তারা তুমি রিল্যাক্স করো।বড় বড় শ্বাস নেও।ভয়ের কিছু নেই আমি আছি ‌।জাস্ট কাম ডাউন তারা।’

বলে তারা গাঁয়ে ও মাথায় হাত বুলাতে শুরু করে আর মুখে বলে,

‘রিল্যাক্স!জাস্ট রিল্যাক্স! কিচ্ছু হয়নি তোমার জাস্ট রিল্যাক্স।’

বেশ কিছুক্ষণ পর তারা একটু স্বস্তির শ্বাস নেয়।স্বাভাবিক হওয়ার চেষ্টা করে।ইরা তারাকে ছেড়ে বলে উঠে,

‘তারা তুমি কোনো প্রেশার নিও না। কিচ্ছু হয়নি তোমার।জাস্ট একটু লেগেছে। কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি একদম চিন্তা করবে না।’

তারা চোখ দুটো কে মেলে চারিপাশ টা একটু ভালো করে দেখার চেষ্টা করলো।দেখলো সে হসপিটালের একটা কেবিনের বেডে।মাথাটা কেমন চাপা চাপা লাগছে।তারা মাথায় হাত দিতেই বুঝতে পারে তার মাথায় ব্যান্ডেজ করা। হাতেও ভালো ভাবে লক্ষ্য করে দেখে হাতেও ব্যান্ডেজ করা।ইরা তারার কাছে এসে বলে,

‘তারা তুমি রেস্ট করো। কিছুক্ষণের মধ্যেই নার্স আসবেন। তোমার কোনো কিছু প্রয়োজন হলে তাকে বলবো ঠিক আছে!’

বলে ইরা একটু হাসলো।তারপর তারার মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে যেতে শুরু করলো। কিছু একটা ভেবে ইরা পিছনে ফিরে তাকিয়ে বলল,

‘তারা আলোক ভাইয়া কে পাঠিয়ে দেই?’

আচমকা ‘আলোক’ নামটা শুনে তারার বুক কেঁপে উঠে।তার ভয় লাগতে শুরু করলো। আলোকের কথা শুনতেই তারার গা মৃদু কাঁপতে লাগলো।তারা পরপর ঢোক গিলতে শুরু করলো কিন্তু তাতেও তার ব্যথা অনুভব হচ্ছে।ইরা দু পা এগিয়ে এসে বলল,

‘আজ একদিন ধরে তুমি সেন্সলেস হয়ে আছো।আলোক ভাইয়া তখন থেকে এখানেই আছে।বার বার খালি জিজ্ঞেস করেছিলো যে তোমার জ্ঞান ফিরেছে কিনা।’

বলে থামলো ইরা।তারা কথা বলতে পারছে না। কারণ জোর দিয়ে কথা বললে তার সমস্যা হবে।ইরা যেতে যেতে বলল,

‘দ্বারাও আমি পাঠিয়ে দিচ্ছি ওনাকে।’

বলে চলে গেলো ইরা।ইরা বের হতেই একজন নার্স কিছু কাগজ পত্র নিয়ে আসে তার কাছে।ইরা বেশ কিছুক্ষন দাঁড়িয়ে দেখলো তারপর আলোক কে ডাকলো।বাহির থেকে আলোকের নাম শুনেই তারা মৃদু কাঁপতে শুরু করে।তার মাথায় শুধু একটি কথায় আসছে যে আলোক তাকে মেরে ফেলবে, আলোক খুনি।

___________

#চলবে……

*রি-চেক করা হয়না। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন]

#Tanjila….