পূর্ণতা পর্ব-১৩

0
459

#পূর্ণতা❤️
#তানজিলা_তাবাচ্ছুম❤️

১৩.

তারা কিছু বলতে যাবে তার আগেই আলোক হনহন করে চলে গেলো।তারা আর কিছু না বলে সেও গেলো।পুরো রাস্তা তারা আলোকের সাথে কথা বলার চেষ্টা করেছে কিন্তু আলোক কিছুই বলেনি।আর ফুল স্পীড এ ড্রাইভ করছিল।তারা বাড়িতে আসার পর আলোক তার সাথে কোনো কথাই বলে নি।তারা নিজের ভয়কে আড়াল করে আলোকের সাথে কথা বলার চেষ্টা করেছে কিন্তু প্রতিবার ই আলোক তাকে এড়িয়ে গেছে।আলোক আসার পর তারার মেডিসিন তাকে দিয়ে দরজা লাগিয়ে চলে যায়।আলোকের এমন আচরণ দেখে তারা অনেক হতাশ হয়ে গেছে।তারা নিজের জামা কাপড় চেঞ্জ করে নিয়ে শুয়ে পড়লো।

______

পরের দিন সকালে উঠতেই দেখে আলোক আলমারির সামনে দাঁড়িয়ে আছে।তারা কে দেখতেই আলোক বন্ধ করে বাহিরে চলে গেল।তারা আলোক যাওয়ার পর উঠে আলমারির কাছে গেল।তারপর খুলল।খুলতেই একটা প্যাকেট পেলো।প্যাকেটটা দেখে মনে হচ্ছে বিড়ালের খাবার হবে।তারা একটু অবাক হলো। এখানে এগুলো কেনো?এখানে আসার পর থেকে তো তারা কোনো রকম বিড়াল দেখে নি। তাহলে?তারা আলমারিটা বন্ধ করতেই আলোক খাবার প্লেট নিয়ে আসলো।তারা ভ্রু কুঁচকে তাকালো। তারপর তারা গিয়ে ফ্রেশ হয়ে আসলো।তারা আসার পর খেলো।আলোক তাকে মেডিসিন দিতেই তারা বলল,

‘আমাকে আমার প্রশ্নের উত্তর দিবেন না?’

আলোক তারার থেকে চোখ সরিয়ে নিচু করে বলল,

‘মেডিসিন খেয়ে নিন।’

বলে তারার হাতে ধরিয়ে দিয়ে চলে যেতে লাগলো। আলোক যেতে যেতে থেমে গেল তারপর বলল,

‘ইরা আর নিরব আসছে আজকে বিকালের দিকে।’

বলে চলে গেল।তারা কোনো রিয়েক্ট করলো না কারন নিরব আর ইরা নিজেদের গাড়ি নিতে আসছে হয়তো। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো।নিরব আর ইরা আসলো।ইরা তারা কে জিজ্ঞেস করলো তার শরীর এখন কেমন?তারা গোমড়া মুখে উত্তর দিয়েছে সবকিছুর।তারার কেনো জানি চেয়েও আজকে মুখে হাসি আসছে না।তার মাথায় শুধু একটাই ভাবনা ঘুরছে আলোক কে নিয়ে।আকাশ টা অনেকটা মেঘলা আজকে। কিছুক্ষণ পর বৃষ্টি নামবে মনে হচ্ছে।নিরব আর ইরা আলোকের সাথে কথা বলছে।তারা এখানে থাকলো না। হেঁটে হেঁটে ছাদে চলে গেল।কারন আলোককে যতবার ই দেখছে তার মনে হাজারো প্রশ্ন জাগছে,কষ্ট লাগছে যে আলোক তার কথার কোনো উত্তর ই দিচ্ছে না।তারা উপরে যাওয়ার পায়চারি দিচ্ছে।দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো।ইরা নিরব এখন চলে যাবে। কিন্তু ইরা তারাকে খুঁজছে।আলোক তারাকে খুঁজতে খুঁজতে ছাদে এলো।আসতেই আলোক তারাকে বলল,

‘আপনি আবার এ অবস্থায় এখানে এসেছেন কেনো?যদি আবার কোন দূর্ঘটনা ঘটে?’

তারা আনমনে বলে উঠলো,

‘জীবনটা কি অদ্ভুত! সবচেয়ের কাছের মানুষ গুলোয় বেশি কষ্ট দেয়।’

আলোক তারার কথা ঠিক মত বুঝতে পারলো না।ভ্রু কুঁচকে বলল,

‘কি সব বলছেন?’

তারা হালকা হাসলো।তারপর কাঁদো কাঁদো স্বরে বলল,

‘সবার জীবনে কি এরকম নাকি শুধুই আমার?’

আলোক দু’টো ঠোঁট চেপে ধরলো।তারা ফিক মেরে হেসে বলল,

‘হয়তো আমার জীবন ই এইরকম।’

আলোকের মাথায় তারার কোনো কথাই ঢুকছে না।আলোক তারার কাছে আসলো তারপর বলল,

‘ইরা নিরব চলে যাচ্ছে।ইরা আপনাকে ডাকছে।’

তারা র কোনো মনযোগ আলোকের প্রতি নেই।যেনো কোনো কথাই তার কানে ঢুকছে না।আলোক তারাকে ডাকার জন্য কাঁধে একটা আঙ্গুল রাখতেই তারা আলোককে একটা ধাক্কা মারলো তারপর জোরে চেঁচিয়ে বলল,

‘একদম আমাকে ছুঁবেন না।আপনি একজন ক্রিমিনাল,খারাপ লোক আপনি, চরিত্র হীন!

আলোক কিছু বলবে তখনি চোখ যায় দরজার দিকে।দেখলো নিরব হতবাকের মত তাকিয়ে আছে।আলোক নিরবের দিকে তাকাতেই নিরব চোখ নামিয়ে বলল,

‘আলোক আমরা যাচ্ছি।’

বলে সাথে সাথে চলে গেল নিরব।তারপর আলোক ও চলে আসলো। কিন্তু তারা নামলো না।তারপর আলোক নিরব আর ইরাকে বিদায় দিয়ে ভিতরে আসলো।আসতেই সে বিছানায় বসে পড়লো।তারপর নিজের দু’হাত দিয়ে মাথা চেপে ধরলো। কিছু ভাবছে সে।প্রায় ৩০-৪০ মিনিট চলে গেল আলোক এখনো মাথায় হাত দিয়ে গভীর মনোযোগে কিছু ভাবছে।বাহিরে জোরে জোরে বৃষ্টি পড়ছে। কিছুক্ষণ আগেই বৃষ্টি নেমেছে।আলোকের ফোনটা বেজে উঠলো। আলোক দেখলো নিরব কল দিয়েছে। আলোক নিরবের ফোনটা ধরলো।ধরতেই নিরব ওপাশ থেকে বলল,

‘আলোক ইরা না ওর পার্সটা রেখে এসেছে।’

আলোক দাঁড়ালো তারপর বলল,

‘আচ্ছা সমস্যা নেই।পরে এসে নিয়ে যাস।’

তারপর আলোক পা বাড়ালো ব্যালকনির দিকে।নিরব বলল,

‘তোর সব কিছু ঠিক আছে?’

আলোক উত্তর দিবে তখনি তার চোখ নিচের দিকে গেলো।বাহিরে ভারী বর্ষণ আর তারা নিচে ভিজছে।আলোক তো যেনো তারার কথা ভুলেই গেছিল। কিন্তু তারা ছাদ থেকে কখন বাহিরে নিচে গেলো,আলোক বুঝতেই পারলো না।আলোক জোরে চেঁচিয়ে উঠলো,

‘তারাআআ’

কিন্তু বৃষ্টির শব্দে হয়তো তা তারার কান পর্যন্ত পৌঁছালো না।তার তারা একবারে স্ট্রেট হয়ে দাঁড়িয়ে আছে।আলোক তাড়াতাড়ি বাহিরে যাওয়ার জন্য বের হলো। এদিকে আলোকে র এভাবে চেঁচানো শুনে নিরব অস্থির হয়ে গেলো।আলোক হাতে ফোন নিয়েই বেরিয়েছে সাথে একটা ছাতা নিয়েছে।নিরবের কল এখনো কাটে নি।আলোক বাহিরে এসে তারার কাছে গেল তারপর তাকে ছাতার নিচে নিয়ে বলল,

‘তারা আপনি এভাবে ভিজছেন কেনো?’

তারা কোনো উত্তর দিল না।আলোক আবার বলল,

‘তারা আপনার এভাবে বৃষ্টিতে ভিজে ঠিক হবে না।এতে আপনার সমস্যা হতে পারে।’

এবার ও তারা কোনো উত্তর দিলো না। যেনো তারার কানে কোনো কথা পৌঁছাচ্ছে না। বৃষ্টি র তারা কাঁদছে।তার চোখ বয়ে পানি ঝরছে। কিন্তু বৃষ্টির শব্দে জন্য তা বোঝা যাচ্ছে না।আলোক তারাকে আবার বলে উঠল,

‘তারা ভিতরে চলুন আপনি পুরোই ভিজে গেছেন।’

তারার কোনো সাড়া পেলো না।এবার আলোক তারার হাত ধরে বলল,

‘তারা এভাবে ভিজছেন কেনো?চলুন ভিতরে।’

বলে তারা র হাত ধরে টানতেই তারা নিজের সর্ব শক্তি দিয়ে আলোককে ধাক্কা মারলো।আলোক তাল সামলাতে না পেরে কিছুটা পিছনে সরে গেল আর আলোকের হাত থেকে ছাতাটা পরে গেল।তারা আলোককে ঝাঁঝালো কন্ঠে বলল,

‘বন্ধ করুন আপনার এইসব!আমি_আমি হাঁপিয়ে গেছি।’

বলে শ্বাস নিলো তারা।তারপর বলল,

‘এইসব কিয়ারিং দেখানো বন্ধ করুন।কিসের অধিকার দেখাচ্ছেন? আপনি স্বামী?কিসের স্বামী আপনি?কেমন স্বামী আপনি?আপনাকে তো আমি বিন্দু মাত্র ও চিনি না।আপনার ভিতরে যে কতো রুপ, রহস্য লুকিয়ে আছে আল্লাহ ই জানেন। আপনি কে বলুন তো?কেনো জেলে ছিলেন আপনি?কি আপনার আসল রূপ?’

আলোকের মুখে কোনো উত্তর নেই।ওপাশ থেকে এতক্ষণ নিরব সব শুনলো। কিন্তু এখন ফোনে পানি পড়ছে তাই ভালো মত আর কিছু শুনতে পাচ্ছে না।তারা কাঁদতে কাঁদতে বলল,

‘আপনার সম্পর্কে এতসব প্রশ্ন জন্মছে যে শেষেই হবে না।আমার প্রশ্নের উত্তর কেনো দেন নি!কেনো?কেনো এড়িয়ে চলছেন আমাকে।কেনো সব সত্যি বলেন না আমাকে?যে আপনি একজন খুনি,একজন ধর্ষক আপনি। ছিঃ আমার ভাবতেই ঘৃণা হয়।কেনো করলেন?’

তারা থামলো। বৃষ্টি কিছুটা কমছে।আলোক একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে। কোনো নড়াচড়া নেই।তারা আলোকের দিকে তাকালো তারপর বলল,

‘যে নিজের সম্পর্কে সব সত্যি বলবেন সেদিন নাহয় নিজের জোর দেখাবেন।তার আগে ভুলে আসবেন না।পারলে আমাকে মেরে ফেলুন এটাই ভালো হবে আপনার জন্য।কারন আমি তো সব জেনে গেছি তাইনা?আর আপনি তো আমাকে মারতেই চান।সবার সামনে খুব ভালো, একজন আদর্শ হাসবেন্ড দেখান নিজেকে যে আপনি আমাকে খুব ভালো বাসেন।আমি ছাড়া আপনি কিছুই নন। আপনার এইসব দেখে আমি নিজেও আপনার প্রতি দুর্বল হয়ে গেছিলাম কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম যে এইসব আপনার দেখানো শুধু।’

তারা আলোকের একবারেই কাছাকাছি গেলো।তারপর আলোকের দিকে কেঁদে কেঁদে বলল,

‘প্লিজ আমাকে এইসব থেকে মুক্তি দিন আলোক ‌আমি আর পারছি না।’

বলে ধপ করে নিচে বসে পড়লো তারা।আলোক কিছু না বলে সেখান থেকে চলে গেলো ‌।আলোক যেতেই তারা আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল,

‘আলোক’

__________

অপর দিকে নিরবের অস্থিরতা বেড়েই চলছে।নিরবের বাড়িতে আসতে ১ ঘন্টার মতন লাগলো। তারপর নিরব ইরা কে রেখে আবার আলোকের বাড়িতে আসার উদ্দেশ্য রওনা হলো।নিরবের আসতেই দরজায় নক করলো।ভিতর থেকে কোনো সাড়া পাওয়া গেলো না।নিরব জোরে জোরে ধাক্কা তেই তারা দরজা খুলল। দরজা খুলতেই নিরব তারাকে বলল,

‘আলোক কোথায়?’

তারা কিছু বলল না। এবার নিরব জোরে বলল,

‘আলোক কোথায় তারা?’

তারা শান্ত গলায় বলল,

‘নিজে গিয়ে দেখুন।’

নিরব হনহন করে ভিতরে ঢুকলো। আলোককে পেল না তারপর ব্যালকনিতে যেতেই দেখে আলোক মেঝেতে পড়ে আছে।আলোকের গাঁ পুরোই ভেজা।নিবর হাটু ভেঙ্গে বসলো তারপর বলল,

‘আলোক!এই আলোক।’

নিরব আলোককে ছুঁতেই বুঝতে পারলো আলোকের জ্বর এসেছে আর সে কিছুই বুঝতে পারছে না।নিরব আলোককে রুমে এনে ওর জামা কাপড় চেঞ্জ করে দিয়ে শুইয়ে দিল। ছোট্ট থেকেই আলোকের সামান্য বৃষ্টি তে ভিজলে তার প্রচন্ড জ্বর হতো।সেটা নিরব ভালো মতন জানে কারন নিরব আলোকের ছোট বেলার বন্ধু।আলোককে শুইয়ে দেওয়ার পর নিরব তারার কাছে গিয়ে রাগী কন্ঠে বলল,

‘আপনি মানুষ?কেমন স্ত্রী আপনি তারা?

তারা তীক্ষ্ম দৃষ্টিতে তাকালো।

‘আলোকের প্রচন্ড জ্বর এসেছে।

তারা স্বাভাবিক ভাবে বলল,

‘তো আমি কি করবো?’

তারার কথা শুনে নিরব অবাক হয়ে তাকালো।

‘আপনি ওর স্ত্রী সেটা কি ভুলে গেছেন?’

তারা তাচ্ছিল্য হেসে বলল,

‘স্ত্রী?কোন দিক থেকে?আমি কোন খুনির স্ত্রী নই।’

‘কি বলছেন আপনি?’

‘আচ্ছা আপনারা দুই বন্ধু মিলে কি লুকাচ্ছেন বলুন তো?নাকি আপনিও এই খূনির মতই____

তারাকে থামিয়ে নিরব জোরে বলে ঊঠলো,

‘তারা নিজের মুখ সামলে কথা বলুন।কার সম্পর্কে কি বলছেন আপনি?’

তারা রাগী কন্ঠে বলল,

‘কার সম্পর্কে আবার? আপনার এই খুনি বন্ধুর সম্পর্কে, এই ধর্ষকের ব্যাপারে।’

‘ছি কিসব বলছেন আপনি?এত নিচু মানের কথা বলতে আপনার মুখে আটকালো না?’

‘যা সত্য তাই বলেছি।আর সত্য সবসময় তেতো হয়।’

‘আলোকের সম্পর্কে জানেন কি আপনি?জানলে এইসব মুখেও আনতেন না।’

‘আচ্ছা এটা বলুন তো আপনার এই ধর্ষক বন্ধু কেনো ১০ বছর জেল খেটেছে?’

নিরব ছলছলে চোখে তাকিয়ে বলল,

‘আরে আপনার তো যোগ্যতাই নেই আলোকের মত ছেলের স্ত্রী হওয়ার।আপনি তো ওকে ডিজার্ভ ই করেন না।’

‘করিনা বলেই তো এই খুনি বন্ধু টাকার লোভ দেখিয়ে বিয়ে করেছেন।’

নিরব শুনে অনকেটা রেগে গেল।

‘চুপ করুন।আলোকের সম্পর্কে একটাও বাজে কথা বলবেন না।আপনার কোনো যোগ্যতাই নেই ওর সম্পর্কে কথা বলার।আরে আপনি তো ওর বউ হওয়ার যোগ্যতা রাখেন ই না। শুধু আপনার ফেস কিছুটা ওর সাথে মিলে যায় তাই আপনি আলোকের স্ত্রী হওয়ার যোগ্যতা পেয়েছেন।’

তারা ভ্রু কুঁচকে তাকলো তারপর বলল,

‘ও কে?’

‘আগে ভালো মত আলোকের সম্পর্কে জানুন তারপর কথা বলুন।’

‘একদম কথা প্যাচাবেন না। সত্যি করে বলুন কি ছিল আলোকের অতীতে? কেনো উনি জেলে গেছিলেন?’

নিরব ঠোঁট কামড়ে ধরে মাথা ঝাকাতে ঝাকাতে বলে উঠলো,

‘শুনতে চান এমন কি হয়ছিল আলোকের অতীতে যার জন্য ওকে এত বছর জেলে থাকতে হয়েছে?তবে শুনুন।

আজ থেকে প্রায় ১১ বছর আগে________

#চলবে….