ভিলেন পর্ব-০৫

0
687

#গল্পঃ_ভিলেন

লেখিকাঃ আদিবা ইসলাম আঁখি

পর্বঃ ০৫

———————★★———————–

নিচে নামতেই হঠাৎ উপর থেকে গোলাপের পাপড়ি পড়েতে লাগলো,,,,

আশা: উয়াও নাইচ কাপাল,,,,,

আম্মু: হুমমম সত্যি দুজনকে অনেক সুন্দর মানিয়েছে

আব্বু: হুমমম

মিঃ মাসুদ: বউমাকে এদিকে এসো

আমি: হুমম যায় বাবা,,,,,

মিঃ মাসুদ আমায় নিয়ে সবার সাথে পরিচয় করি দিলো,,, তখনি আম্মু এসে হাতটা ধরে ফাঁকে নিয়ে আসলো,,,,,

আমি: কি হলো আম্মু

আম্মু: সোনা তুই হ্যাপি তো

আমি: হ্যাঁ আম্মু

আম্মু: সত্যি তো নাকি অভিনয় করছিস

আমি: আম্মু কি যে বলো না তুমিই তো বলেছো বিয়ের পর সব মেয়েদের বানিয়ে নিতে হয়,,,,

আম্মু: হুম আমার মেয়েটা কত বড় হয়ে গেছে এই একদিনে,,,,,,,

আমি: হুমম ( জোরিয়ে ধরে)

মা: কি আম্মু কে পেয়ে মা রে ভুলে গেছো

আমি: মা আপনি!! কি যে বলেন আমার তো দুটো মা,,,,

মা: পাগলি টা ( মাথায় হাত বুলিয়ে দিলো,,,)

আমি লোকটার পাশে দাড়িয়ে আছি হঠাৎ একজন এসে লোকটা কে জোরিয়ে ধরে বলে উঠলো,,,,

Someone: কংগ্রেস মিঃ শুভ আহম্মেদ তাজ

লোকটা: থ্যাংক ব্রো

Someone: ভাবতে পারি নি এতো তাড়াতাড়ি বিয়ে করে ফেললে

লোকটা: আরে ব্রো হঠাৎ ই হয়ে গেলো,,,,

Someone: হঠাৎ করে প্রেম হাউ সুইট

লোকটা: আরে ব্রো তেমন নয় আসুন বলি,,,,

দুজনই হাসতে হাসতে চলে গেলো আমি বোকার মতো দাড়িয়ে রয়লাম,,,,,

আমি: শুভ!! নাম টা কিন্তুু ভারি সুন্দর,,,,,( মুচকি হেসে)

হঠাৎ পিছনে একজন এসে হাতটা ধরে নিয়ে আসলো শুভর কাছে
এদিকে শুভর বন্ধু গুলো আমার দিকে আবাক দৃষ্টিতে তাকালো,,,,,,

শুভ: এই হচ্ছে তোদের ভাবি ,,,,

আমি শক্ট হলাম ওনাদের দেখে সবাই ভুত দেখার মতো আমার দিকে তাকিয়ে রয়লো,,,,,

আশা: হেই গাইচ ভাইয়া আর ভাবিরর সাথে পড়ে আড্ডা দিও এখন নিয়ে যায় ঠিক আছে,,,,

শুভ: কোথায় যাবো

আশা: আগে এসো তো,,,,

আশা দুজনকেই টানতে টানতে নিয়ে আসলো,,,,

শুভ: কি হলো,,,,

আশা: ওয়েট ভাইয়া,,,,,,,,
শুভ সন্ধা গেইচ,,,,আজ আমার ভাইয়া আর ভাবির রিসেপ্সন পার্টি সো ভাইয়া আর ভাবির তো একটা কাপাল ডান্স হতেই পারে তাই না,,,,

আশার কথা শুনে সবাই সম্মতি জানালো!! আমি শুভর দিকে তাকালাম,,,,

শুভ: আমি ডান্স পারি না,,,,,

আমি: আমি ও না

আশা: মিথ্যা বলো না চলো চলো শুরু করো,,,,ভাইয়া যাও প্লিজজ

আমি: আশা আমি বলছি কি থাক না

আশা: নো প্লিজজ ভাবি,,,,,

আমি: হুম! কিন্তুু,,,

তখনি লোকটা হাত বাড়িয়ে দিলো তার হাতে হাতটা রাখতেই একটানে তার বুকে উপর নিয়ে ফেললো আলতো করে কোমড়ে হাত নিয়ে ডান্স শুরু করলো,,,,,

আমি: একটা কথা জিগাঞ্জা করবো

শুভ: জ্বি বলেন মহারানী ভিক্টরিয়ার,,,,,,,

আমি: আপনার বন্ধু গুলো ওমন করে তাকিয়ে ছিলো কেনো আমার দিকে,,,,,

হঠাৎ শুভ আমায় ছিটকে সরিয়ে দিলো,,,,

আমি: কি হলো,,,,,

শুভ আমার কথার উওর না দিয়ে হন হন করে উপরে উঠে চলে গেলো সবাই আমার দিকে তাকিয়ে রয়লো,,,

আশা: ভাবি কোন সমস্যা,,,,,

আমি: জানি না!!!! হঠাৎ কি হলো ( বিড় বিড় করে)

আব্বু: আম্মাজান কোন প্রবলেম

আমি: না না আব্বু আসলে উনার একটু মাথা ব্যাথা করছে তাই চলে গেলো ( সরি আব্বু মিথ্যা বলতে হলো)

মা: সে কি বউমা তুমি যাও দেখো মেডিসিন লাগবে নাকি

আম্মু: হুম সোনা গিয়ে দেখ,,,,,

আমি: ঠিক আছে যাচ্ছি,,,,,,

তাড়াতাড়ি করে উপরে এসে রুমে ডুকে দেখি লোকটা বেলকুনি দাড়িয়ে সিগারেট টানছে,,,,,

আমি: এমন করে চলে আসলেন কেন,,,,,,ছিঃ কি করছেন এসব,,,,,

শুভ আমার কথার উওর না দিয়ে জোরে জোরে সিগারোট টানতে লাগলো,,,,,,

আমি: আমি আপনার সাথে কথা বলছি,,,,

শুভর কাছে গিয়ে হাতটা ধরে সিগারেট টা হাতে নিয়ে বাইরে ছুড়ে মারলাম,,,,,

শুভ: সমস্যা কিহহহ ( ধমক দিয়ে)

আমি: আমি আপনাকে কিছু জিগাঞ্জা করছি,,,,,

শুভ: আমি আপনার কোন কথার উওর দিতে বাধ্য নয়,,,,

আমি: আপনি উওর দিতে বাধ্য

শুভ: রিয়েলি,,,,,

আমি: হুমমমম কারন আমি আপনার বউ হয় বিয়ে করেছেন আমায়,,,,,

শুভ হাসতে হাসতে রুমে গিয়ে বিছানায় বসে পড়লো,,,,

আমি: অদ্ভুত মানুষ তো,,,,,

শুভ: (নিশ্চপ,,,,)

আমি: কি এমন হলো যে এভাবে নিচ থেকে চলে আসলেন নিচে সবাই কি ভাবছে বলুন তো

শুভ: চুপপপপপপপপ ( জোরে চিৎকার করে) সারাক্ষন বক বক যাস্ট অসয্য,,,,,

আমি: এমন করতেছেন কেনো,,,,,,

শুভ: তো কি করবো!!! দেখুন আমার একা থাক তে দেন প্লিজ চলে যান এখান থেকে

আমি: হঠাৎ মানুষটা কি হলো,,,,কেনো এমন করছে সব তো ঠিক ছিলো,,,,,,

কথা গুলো ভাবতে ভাবতো রুম থেকে বের হতেই আয়শা সামনে পড়লো,,,,,,

আয়শা: সবে তো শুরু মাই ডেয়ার ভাবি ( গাল টেনে দিয়ে)

আমি: মানে

আয়শা: তোমার জন্য অনেক সারপ্রাইজ আছে!!! ওয়েট করো,,,,,জানো ভাবি তোমার জন্য সত্যি মাঝে মাঝে খুব খারাপ লাগে

আমি: তুমি কি বলছো এসব,,,,,

আয়শা: সব বুঝতে পারবে,,,, ওয়েট এন্ড সি ডেয়ার,,,,,,,,

আমি: আয়শা প্লিজ শোন,,,,, দাড়াও বলছি,,,,

আয়শা চলে গেলো ,,,,

( চলবে)