ভিলেন পর্ব-০৬

0
600

#গল্পঃ_ভিলেন

লেখিকাঃ আদিবা ইসলাম আঁখি

পর্বঃ ০৬

———————★★———————–

____আয়শার কথা গুলো মাথায় বার বার ঘুরপাক খাচ্ছিলো!!!! আয়শা কি বলে গেলো এগুলো
তখনি নিচ থেকে ডাক আসলো সাত-পাঁচ না ভেবে নিচে আসলাম,,,,,,

মা: শুভ কি এখন ঠিক আছে,,,,

আমি: হ্যাঁ,,,,,

আম্মু: কি থেকে যে কি হয়ে গেলো,,,,

আমি: আম্মু টেনশন করো না সব ঠিক হয়ে যাবে,,,,,,,

আম্মু: আচ্ছা ঠিক আছে,,,,,

আশা জোর করে কয়টা সেল্ফি তুললো,,,,সবাই মিলে আড্ডা দিচ্ছি হঠাৎ চোখ পড়লো শুভর ফেন্ড গুলোর উপর ছেলে গুলো এখনো আমার দিকে তাকিয়ে আছে ভিতরে বেশ অস্তি বোধ কাজ করতেছিলো,,,,,,

___রাতে সবাই বাসায় চলে গেলো,,,,,আমিও নিজের রুমে দিকে যাচ্ছি তখনি পিছন থেকে আশা ডাক দিলো,,,,,

আমি: কিছু বলবে,,,,

আশা একটা গিফট বক্স সামনে ধরলো,,,,,

আমি: কি এটা,,,,

আশা: আমি জানি না তবে এই গিফট বক্স উপর লেখা ছিলো স্প্যাশাল গিফট শুধু তোমার জন্য তাই তোমাকে দিতে আসলাম,,,,,,

আমি: স্প্যাশাল ( বক্সটা হাতে নিয়ে)

আশা: খুলে দেখো,,,

আমি: রুমে গিয়ে দেখে নিবো নি,,,

আশা: ওকে ফাইন,,,,শুভ রাএী

আমি: হুমম শুভ রাএী,,,,,

আশা মুচকি হেসে নিজের রুমে চলে গেলো আমিও রুমে ডুকে দেখি শুভ সোফায় বসে ল্যাপটপ ঘাঁটছে,,,,,,
গিফট বক্সটা টেবিলের উপর রেখে ওয়াসরুমে চলে গেলাম ফ্রেস হয়ে এসে দেখি লোকটা সেই জায়গা বসে আছে আসতে করে গিয়ে পাশে বসতেই আড়চোখে তাকালো,,,,,,,

আমি: এখন রেগে আছেন নাকি,,,,

শুভ: ( নিশ্চপ)

আমি: এইইইইই

শুভ: সমস্যা কি? এতো জোরে চিল্লানোর কি আছে,,,,,

আমি: কই চিল্লালাম

শুভ: বেশি বক বক না করে বলেন কি বলবেন দেখছেন তো কাজ করছি,,,,,,

আমি: কিহহ আমি বক বক করি

শুভ: কেনো আপনি জানে না বুঝি ছোট খুকি,,,,

আমি: আমি বলছি আমি খুকি…

শুভ: অসয্য মাথা খেয়ে ফেলবে দেখছি ( বিড় বিড় করে)

আমি: আপনি কিন্তুু,,,,,,

হঠাৎ ফোন বেঁজে উঠলো,,,,

আমি: আপনার ফোন বাঁজছে,,,,

শুভ: আমার না আপনার স্টুপিড!!

আমি: কি আমি স্টুপিড,,,, আগে কলটা রিসিভ করি পরে দেখে নিবো আপনাকে,,,,,

শুভ: হ্যাঁ পরে যা করার কইরেন এখন তো কলটা গিয়ে ধরেন,,,,

আমি: যাচ্ছি,,,( ভেচকি কেঁটে)

বসা থেকে উঠে গিয়ে টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে দেখি আব্বু তাড়াতাড়ি করে রিসিভ করলাম

আমি: সরি আব্বু একটু ব্যস্ত ছিলাম তাই লেট হলো,,,,,

আব্বু: ঠিক আছে আম্মাজান,,,,,

আমি: আব্বু ঠিক মতো পৌঁছে গেছেন তো,,,,

আব্বু: হ্যাঁ,,,,,,শুভ আছে,,,,

আমি: হ্যাঁ আব্বু আছে পাশে,,,,

আব্বু: তখন তাড়াহুরু করে চলে আসলাম শুভকে তো বলে আসতে পারলাম না দেও ফোনটা শুভর কাছে

আমি: ওয়েট,,,,,

ফোনটা শুভর কাছে দিতেই

শুভ: কি হয়ছে

আমি: আব্বু কথা বলবে ধরুন,,,,

শুভ বিরক্ত নিয়ে ফোনটা হাতে নিয়ে আব্বুকে সালাম করলো,,,,

আব্বু: আসার সময় তাড়াহুরু ছিলো বলে আনতে পারিনি তব বাবা কাল সন্ধায় আদিবা কে নিয়ে চলে এসো আমাদের বাসায়

শুভ: সরি আংকেল আমি যেতে পারবো না অফিস আছে,,,

আব্বু: কি বলছো আসতে হয় তো সন্ধায় এসো তাইলে,,,,

শুভ: আমি যেতে পারবো না আদিবা যদি ইচ্ছে হয় যাবে সমস্যা নাই,,,,

আব্বু: বাবা তুমি আসলে খুশি হবো

শুভ: সরি আংকেল,,,,

শুভ ফোনটা আমার দিকে ধরলো আমি ফোনটা হাতে নিলাম

আমি: হ্যাঁ আব্বু

আব্বু: আম্মাজান কো সমস্যা কি শুভ আসতে চাচ্ছে না যে

আমি: কেনো যাবে না নিশ্চয় যাবে টেনশন করো না সন্ধায় দুজনই পৌছে যাবো,,,,,

আব্বু: হুমম অপেক্ষা করবো,,,,

ফোনটা রেখে লোকটার দিকে তাকিয়ে দেখি অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে,,,,,,,

শুভ: আমমমমি যাবো না হুমম যাবো না ( দাঁত চেঁপে)

আমি: আপনি যাবেন,,,,, নতুন বিয়ে হয়েছে আমাদের আর বিয়ের পর যেতে হয় একবার সো আমরা যাচ্ছি,,,,

শুভ: আমি যাচ্ছি না,,,,

শুভ কলমটা ফ্লোরে ছুড়ে মেরে হন হন করে রুম থেকে চলে গেলো,,,,,

আমি: আজব লোক তো!!! মাথায় কোন প্রবলেম নিশ্চয়,,,,,

আমি গিয়ে বিছানায় বসে পা দোলাতে লাগলাম তখনি চোখ পড়লো বক্সটা উপর টেবিল থেকে বক্সটা নিয়ে খুলতে লাগলাম…… বক্সটা খুলে ব্যশ আবাক হলাম তার থেকে বেশি খুশি হলাম,,,,,

আমি: উয়াওওও

দুটো পুতুল পাশাপাশি দাড়ানো একটা মেয়ে আরেকটা ছেলে!! পাশের সুইচটা অন করতেই পুতুল দুটো চারপাশে ঘুরতে লাগলো আর লাল, নীল বাতি জ্বলতে লাগলো,,,,,

আমি: এত সুন্দর একটা গিফট বাট কে দিলো,,,,,,

গিফট বক্স চারপাশে নাম খুঁজতে লাগলাম কিন্তুু কিছুই পেলাম না,,,,,

তখনি শুভ রুমে আসলো,,,,

আমি: এই যে শুনেন,,,,

শুভ আমার কথা পাত্তা না দিয়ে আবার কাজে বসলো,,,,,আমি উঠে গিয়ে পাশে গিয়ে বসলাম

আমি: দেখুন না কত সুন্দর একটা গিফট,,,, এই দেখেন না একটু,,,,,

শুভ আড় চোখে একটু তাকালো

আমি: এটা আমি আর এটা আপনি,,,,( লজ্জ পেয়ে)

শুভ: মজা হচ্ছে মজা,,,,গিয়ে ঘুমান যান ( ধমক দিয়ে)

শুভ ধমক শুনে বসা থেকে উঠে দাড়ালাম,,,,,তাড়াতাড়ি করে গিয়ে বিছানায় লক্ষী মেয়ের মতো সুয়ে পড়লাম,,,,,এপাশ ওপাশ করতে লাগলাম ঘুম আসছেনা,,,,,

আমি: এভাবে কেউ লাইট অন করে রাখলে ঘুম হয় নাকি,,,,

হঠাৎ শুভ উঠে এসে লাইট অফ করে ফোনে আলো জ্বালিয়ে কাজ করতে লাগলো,,,,

আমি: অদ্ভুত তো,,,,কাজ না করলে বুঝি চলতেছিলনা,,,,

শুভ: আপনি ঘুমাবেন নাকি উঠে যাবো আমি ,,,,,

আমি: ঘুমাচ্ছি তো,,,,,!!! রাক্ষস, ডাইনোসর, হাতি, তোরে আমি ভর্তা বানিয়ে খেয়ে নিবো ( মনে মনে)

বক বক করতে করতে কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি,,,,,,,,,,,

সকালে ঘুম ভাঙ্গতেই চোখ মেলে তাকাই চমক উঠলাম লোকটার বুকের উপরে সুয়ে আছি

আমার গলার চেইন সাথে লোকটার চেইনে আটকেছিলো তাড়াতাড়ি করে উঠে আসতেই ছিটকে গিয়ে সোঁজা
লোকটার ঠোঁটের উপর গিয়ে আমার ঠোঁটটা পড়লো তখনি শুভ জেগে গেলো

আমি: আহহহহ মি সররররি

হঠাৎ শুভ জোরে ঠাক্কা দিতেই সোঁজা গিয়ে নিচে পড়লাম চেইন ছিড়ে ফুঁতি গুলো ফ্লোরে টপ টপ করে গলা থেকে পড়লো,,,

শুভ বিছানা থেকে নেমে আমার সামনে এসে অগ্নি দৃষ্টিতে তাকালো,,,,আমিও উঠে দাড়ালাম

আমি: আহহমি সত্যি বুঝতে পারি না ( কাঁপা কাঁপা গলাই)

শুভ সাপের মতো ফুঁসলাতে লাগলো,,,,চোখের কোনে রক্ত জমে গেলো যেনো মনে হচ্ছিলো এটা কোন মানুষের চোখ হতেই পারে না,,,,

আমি: প্লিজজ ক্ষমা করে

কথা শেষ না করতেই শুভ কষিয়ে আমার গালে চর বসিয়ে দিলো,,,,আমি গালে হাত দিয়ে শুভর দিকে তাকালাম চোখ বয়ে পানি ঝড়তে লাগলো,,,,,,

( চলবে)