Divorce Part-14+15

0
4340

💔#Divorce💔
Writer: Tahmina Toma
Part:14

জ্যোতিঃ কানাডা,,,??

হৃদয়ঃ হ্যাঁ,,,,

জ্যোতিঃ কেন ভাইয়া,,,, হঠাৎ করে কানাডা কেন,,,??

হৃদয়ঃ পিএইচডি করার জন্য যেতে হবে,,??

জ্যোতিঃ পিএইচডি করে আপনি কী করবেন,,,?? জব তো আর করবেন না,,,, আপনাদের অফিসেই তো জয়েন করবেন,,,।

হৃদয়ঃ পরে কথা হবে এসব নিয়ে,,,, তুমি বিকেলে কফিশপে এসো,,, সেখানেই কথা হবে,,,

জ্যোতিঃ ওকে আমি বিকেলে দেখা করছি,,, এখন তাহলে রাখছি,,,

হৃদয়ঃ ওকে,,, আল্লাহ হাফেজ,,,

অন্তরাঃ জ্যোতি,,,,??

জ্যোতিঃ হ্যা বল,,, আসছি,,, ভাইয়া আল্লাহ হাফেজ,,।

হৃদয়ঃ হুম,,,(এই কণ্ঠস্বর কতদিন পর শুনলাম,,,)

অন্তরাঃ খাবারটা খেয়ে নে তাড়াতাড়ি,,,

জ্যোতিঃ হুম,,,বিকেলে আমার সাথে একটু যেতে পারবি,,,

অন্তরাঃ কোথায় যেতে হবে,,,??

জ্যোতিঃ জবের জন্য কথা বলতে,,,

অন্তরাঃ ঠিক আছে,,, সে যাওয়া যাবে,,, এখন খাবারটা শেষ কর,,,।

জ্যোতিঃ ইচ্ছে করছে না রে,,,।

অন্তরাঃ একটু খেয়ে নে,,, বিয়ের টেনশনে গতকাল থেকে খাওয়াদাওয়া বন্ধ করেছিস,,, একটু খেয়েনে।

জ্যোতিঃ ঠিক আছে,,,।
,,,,,,,

,,,,আগেই বলেছিলাম জ্যোতির মা,,, মেয়েকে অন্তরার সাথে মিশতে দিয়ো না,,, আমার কথা তখন শুনলে না,,,

জ্যোতি মাঃ(মেয়ের জন্য আজ মানুষের কথা শুনতে হচ্ছে,,)

,,,,অন্তরা তো তবু সংসার করে তারপর ভেঙে এসেছে,, তোমার মেয়ে তো সংসার শুরু হবার আগেই ভেঙে দিলো,,

জ্যোতির মাঃ মেয়ের ছেলে পছন্দ হয়নি,, আমরা তাও জোর করছিলাম,,, তাই ভেঙে দিয়েছে,,

,,,,এখন শাক দিয়ে মাস ঢাকছে,, হুম,,

(একটু পরপর একেক জন এসে কথা শুনিয়ে যাচ্ছে জ্যোতির মাকে,,, সেও তাদের নানান কথা বুঝানোর চেষ্টা করছে,,, আত্নীয় স্বজন অনেকে চলে গেছে,,, যারা আছে তারা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে,,, জ্যোতির বাবার রাগ কমার বদলে বেড়েই চলেছে,,,)
,,,,,

ক্রিংক্রিংক্রিং

আরিয়ানঃ হ্যালো,,,,,

নিলাঃ কোথায় তুমি,,,??

আরিয়ানঃ অফিস টাইমে কল দিয়ে কোথায় আছি জিজ্ঞেস করার কোন মানে হয়,,,??

নিলাঃ তুমি সবসময় আমার সাথে এমন তেরা তেরা কথা বলো কেন,,,??

আরিয়ানঃ যা বলার জন্য ফোন করেছো সেটা বলো,,,

নিলাঃ আমি শপিং যাবো তোমাকে বলেছিলাম,,, আমার কার্ডে টাকা কম আছে,,,, টাকা দাওনি কেন এখনো,,,???

আরিয়ানঃ সপ্তাহে দুবার করে কী শপিং করো তুমি,,,??

নিলাঃ এখন কী তোমাকে আমার শপিংয়ের হিসাব দিতে হবে,,,?? তুমি আগে থেকেই জানো আমি শপিং বেশি করি,,, এখন কেন এসব বলছো,,,??

আরিয়ানঃ ওকে,,, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি,,,

নিলাঃ Thank you bby,,,, love you,,,

আরিয়ানঃ hmm,, love you too,,,(ফোন কেটে দিয়ে,,,, টেবিলে মাথা রাখলাম,,,অতিষ্ঠ হয়ে গেছি আমি,,, এসব আর ভালো লাগে না,,, বাড়ি ফিরলে মা তার কমপ্লেন করা শুরু করে,,,, বিয়ের পরই নীলা জব ছেড়ে দিয়েছে,,, তবু বাড়িতে নিজের কফি পর্যন্ত করে খায় না,,, সারাদিন বিউটি প্রডাক্ট নিয়ে বিজি থাকে,,, সব মাকে করতে হয়,,, নিলা আজ এটা তো কাল ওটা ডিমান্ড করা শুরু করে,, নীলার জন্য বিথী আপু,,, তিথী দুজনেই বাড়ি আসা বন্ধ করে দিয়েছে,, এসব অশান্তি আর ভালো লাগছে না আমার,,, অন্তরার শূন্যতা এখন হারে হারে টের পাচ্ছি আমি,,)
,,,,,

(বিকেলে জ্যোতি আর অন্তরা কফিশপে বসে আছে হৃদয়ের অপেক্ষায়,,, অন্তরা এখনো জানে না কার সাথে দেখা করতে এসেছে,,, হৃদয়কে আসতে দেখে জ্যোতি আর অন্তরা দুজনেই দাড়িয়ে গেলো,,,)

অন্তরাঃ জ্যোতি,,,উনি এখানে কেন,,,??

জ্যোতিঃ ভাইয়ার সাথেই দেখা করতে এসেছি,,,

অন্তরাঃ তাহলে আমাকে কেন নিয়ে এসেছিস,,??(রেগে জ্যোতিকে বললাম,,)

জ্যোতিঃ দেখ অন্তরা,,,প্লিজ ইয়ার,,,একা আসা পসিবল ছিলো না,, তাই তোকে নিয়ে এসেছি,,আর আমি যদি বলতাম হৃদয় ভাইয়ার সাথে দেখা করতে আসবো,, তাহলে তুই আসতি না,,,তাই হৃদয় ভাইয়ার কথা বলিনি,,

অন্তরাঃ আমি চলে যাচ্ছি,,,

জ্যোতিঃ আচ্ছা,,, ভাইয়া কী কখনো তোর সাথে খারাপ ব্যবহার করেছে বল,,,??? তাহলে তুই রেগে যাচ্ছিস কেন,,??

অন্তরাঃ(সত্যি তো আমি উনার ওপর কেন রেগে আছি,,, উনি তো আমার সাথে খারাপ ব্যবহার করেনি কখনো,,, যে আমার সাথে কুকুরের মত ব্যবহার করেছে তাকে ছেড়ে দিয়েছি,, আর উনার সাথে রেগে আছি,,, কেন রেগে আছি,,,?? ভালোবাসি বলেও,, আমার অতীত জেনে আমাকে মেনে নেয়নি বলে,,,?? তবে কী আমি চেয়েছিলাম উনি আমাকে মেনে নিক,,, না না এটা অন্যায়,,?? কাউকে বাবা ডাক থেকে বঞ্চিত করার অধিকার আমার নেই,,)

হৃদয়ঃ কেমন আছো তোমরা,,,??

জ্যোতিঃ আলহামদুলিল্লাহ,,, আপনি,,,,??

হৃদয়ঃ আলহামদুলিল্লাহ,,,,, অন্তরা,,,??

অন্তরাঃ,,,,,,,

জ্যোতিঃ অন্তরা তোকে কিছু বলছে,,,(অন্তরাকে হাল্কা ধাক্কা দিয়ে)

অন্তরাঃ হ,,,হ্যাঁ,,, কী,,??

হৃদয়ঃ কেমন আছো,,,??

অন্তরাঃ জ,,জী আলহামদুলিল্লাহ,,,,,

হৃদয়ঃ(কিছুক্ষণ তাকিয়ে থাকলাম অন্তরার দিকে,, অনেকদিন পর এতটা কাছ থেকে দেখলাম,,, এখন পর্যন্ত আমি শুধু ওর চোখ দুটোই দেখেছি,,, হয়তো আগের থেকে সুন্দর হয়ে গেছে,,, চোখের ডার্ক সার্কেল নেই,,, চোখে আর কোন ক্লান্তির ছাপ নেই,,, মাঝে মাঝে খুব ইচ্ছে হয় ওর মুখটা দেখতে,,,কিন্তু সেটা এখন,,,,, ও একধ্যানে নিচের দিকে তাকিয়ে আছে,, জ্যোতির দিকে তাকালাম এবার,,) জ্যোতি কী প্রবলেম এবার বলো,,

জ্যোতিঃ অনেকটা বলেছি তো,,,

হৃদয়ঃ হুম,,, বাট পুরোটা না,, এখন আবার সব ক্লিয়ার করে বলো,,, বিয়ে কেন ভেঙেছো,,,?? আর ভাঙার হলে আগেই ভেঙে দিতে,,, একদম হলুদের আগেরদিন কেন,,,??

জ্যোতিঃ আসলে,, মেনে নিতে চাইছিলাম কিন্তু শেষ পর্যন্ত পাড়লাম না,,,।

হৃদয়ঃ ছেলের কোন প্রবলেম,,,??

জ্যোতিঃ সেসব কিছু নয়,,,

হৃদয়ঃ তাহলে,,,,

জ্যোতিঃ,,,,,

হৃদয়ঃ ঠিক আছে,,, বলতে হবে না,,,, কী করতে হবে বলো,,,,??

জ্যোতিঃ একটা জব আর থাকার ব্যবস্থা করে দিলেই হবে,,,??

হৃদয়ঃ তোমার বাবা এখন রেগে আছে,,, ঠিক হয়ে গেলে বাড়ি চলে যেও,,,

জ্যোতিঃ আমি জানি বাবার রাগ কমে গেলে বাড়ি চলে যেতে পারবো,,, কিন্তু কিছুদিন গেলে আবার বিয়ে দিতে চাইবে,,, আমি বিয়ে করতে পারবো না এখন,,,।

হৃদয়ঃ জ্যোতি,,,, বিয়ে করতে সমস্যা কোথায়,,,?? এমন তো না তোমার বিয়ের বয়স হয়নি,,,,। তুমি কী কাউকে ভালোবাসো,,,??

জ্যোতিঃ ন,,,না,,।

হৃদয়ঃ তাহলে প্রবলেম কোথায়,,,?? আর কোন ছেলে সম্পর্কিত প্রবলেম হলে আমাকে বলো,,,। জ্যোতি তুমি আমাকে কী ভাবো জানি না,,, কিন্তু আমি তোমাকে আমার বোনই মনে করি,,, আমার কিন্তু কোন বোন নেই,,।

জ্যোতিঃ ভাইয়া,,, তেমন কিছু না,,,,।

হৃদয়ঃ ঠিক আছে,,, আমি জবের ব্যবস্থা করে দিচ্ছি এখনই,,, কিন্তু হস্টেলে এখন সিট পাওয়া যাবে না,,,,,, ভার্সিটি হস্টেলের অবস্থা তুমি জানো,,, সহজে সিট পাওয়া যায় না,,, আর এখন বছরের মাঝামাঝি সময়ে,,,, আর আমিও ভার্সিটি থেকে চলে এসেছি পাঁচমাসের বেশী,,,

জ্যোতিঃ তাহলে ভাইয়া,,,এখন কী হবে,,,?? আমি আর কাউকে চিনিও না,,

হৃদয়ঃ আমি দেখছি কী করতে পারি,,,??

জ্যোতিঃ ভাইয়া,,, আর একটা কথা,,??

হৃদয়ঃ কী,,

জ্যোতিঃ আপনি কী সত্যি কানাডা যাচ্ছেন,,??

অন্তরাঃ কানাডা,,,,??

হৃদয়ঃ হুম,,,

(অন্তরা এতক্ষণ চুপচাপ বসে ছিলো,,, কোন কথা বলেনি,,, এখন হুট করে বলে বসলো,,)

অন্তরাঃ সিয়ামের কী হবে,,,,?? সে তো আপনাকেই বাবা জানে,,,??

হৃদয়ঃ সে তো ভুল জানে,,,,, তার বাবা আছে,,, সেই বুঝবে তার ছেলের বিষয়,,,।

অন্তরাঃ আমি আপনাকে এমন ভাবিনি,,,

হৃদয়ঃ আমরা অনেক কিছুই ভাবি না,,, কিন্তু সেটাই হয়,,, ভাবনার সাথে বাস্তবতার মিল কমই হয়,,,।

অন্তরাঃ সত্যি বলেছেন,,,, ওপর দেখে মানুষের ভেতর বুঝা যায় না,,,

হৃদয়ঃ সেটা বুঝা গেলে তো হয়েই যেতো,,,, কষ্ট করে নিজেকে কারো কাছে প্রমাণ করতে হতো না,,,।

অন্তরাঃ মানে,,,

হৃদয়ঃ কিছু না,,,

জ্যোতিঃ তাহলে আমরা আসছি,,,,

অন্তরাঃ তুই একটু যা আমার একটা কথা আছে,,,,

জ্যোতিঃ মানে,,,,,,।

অন্তরাঃ বাংলায় তো বললাম,,,

জ্যোতিঃ না মানে,,, তোর কথা আছে হৃদয় ভাইয়ার সাথে,,,??? বিশ্বাস হচ্ছে না,,,

(জ্যোতির কথা শুনে হৃদয় মিটমিট করে হাসছে,,)

অন্তরাঃ জ্যোতি,,,, তোর এই সিচুয়েশনে ফান করার কথা মাথায় কী করে আসে,,,??

জ্যোতিঃ ওকে রাগিস না,,,,তাড়াতাড়ি আয়,,

(জ্যোতি এগিয়ে গেলো,,, আর অন্তরা আর হৃদয় বসে আছে,,,)

হৃদয়ঃ কিছু বলতে চাইছিলে,,,

অন্তরাঃ(উনার দিকে তাকালাম,,,, এতক্ষণ কথা বললেও উনার দিকে সরাসরি তাকাইনি,,, এখন তাকালাম,,, আগের থেকেও বেশি হ্যান্ডসাম হয়ে গেছে,,,, ছি ছি কী ভাবছি,,,??) হুম,,,

হৃদয়ঃ কী বলবে,,,??

অন্তরাঃ জ্যোতি নিজের বিয়ে কেন ভেঙে দিয়েছে জানেন,,,??

হৃদয়ঃ আমি কিভাবে জানবো,,?? কিছুই তো বললো না,,,।

অন্তরাঃ আপনার ভাইয়ার জন্য,,,।

হৃদয়ঃ Whattt,,,,,,????

চলবে,,,