Divorce Part-8+9

0
5719

💔#Divorce💔
Writer: Tahmina Toma
Part: 8

আরিয়ানঃ চলো,,,,(জানি না কেন আজকাল কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে,,, নিলা তো সবসময় আমার সাথে আছে তাহলে কেন মনে হচ্ছে কিছু নেই,,, কেন,,,??)
,,,,,,

★কয়েকদিন পর★

অন্তরাঃ ডিভোর্স পেপার সামনে নিয়ে বসে আছি,,,,হ্যাঁ ডিভোর্স পেপার,,,,,

রোজঃ কী ভাবছো অন্তরা,,,,??

অন্তরাঃ ভাবছি জীবনে এত রং বদল হয় কী করে?? তিন কবুল বলে জীবনটাকে নরক যন্ত্রণায় নিক্ষেপ করেছিলাম,,,, আর একটা সাইন করে সেই যন্ত্রণা থেকে মুক্তি পাবো,,, শুরু হবে জীবনের নতুন যুদ্ধ,,,, (সাইন করে দিলাম,,,, হাত বা বুক একটুও কাঁপেনি,,,, অনেকটা হালকা লাগছে,,,,)

রোজঃ আজ থেকে আরিয়ান নামের মানুষ রুপী জানোয়ার থেকে তুমি মুক্ত,,,,,,

অন্তরাঃ আর ডিভোর্সি নামের অভিশাপে অভিশপ্ত,,,,,

রোজঃ এই জানোয়ারের সাথে থাকার থেকে বড় অভিশাপ আর হতে পারে না,,,,

অন্তরাঃ হুম,,,, আমি তাহলে আসছি,,,,,,

রোজঃ ঠিক আছে,,,,,,, ভালো থেকো,,,,

অন্তরাঃ চেষ্টা করবো,,,,,(আজ আমি খুশি হবো নাকি কষ্ট পাবো বুঝতে পারছি না,,,,তবে আজ থেকে নিজের জন্য বাঁচবো,,,,, হ্যাঁ নিজের জন্য,,, চোখের পানি মুছে ভার্সিটি যাওয়ার জন্য রিকশায় বসে পড়লাম। আমি আমার স্বপ্ন পূরণ করবো,,,,,,)
,,,,,

রুপাঃ সিয়াম বাবা দাঁড়াও পড়ে যাবে,,,,, সিয়াম,,,,,।।

অন্তরাঃ(ভার্সিটি এসে ক্লাসে যাওয়ার জন্য দুতলায় এসে বাচ্চার কান্নার শব্দ পেলাম। সামনে তাকিয়ে দেখি একটা ছোট বাচ্চা পা ধরে নিচে বসে আছে,,,দৌড়ে গিয়ে ধরলাম,,) কী হয়েছে বাবা,,,??

সিয়ামঃ বেতা,,,এ্যাাাা

অন্তরাঃ দেখি,,,,,,(বাচ্চাটার হাত সরিয়ে দেখি ছিলে গেছে অনেকটা,,,, রক্ত বের হচ্ছে,,,,বাচ্চাটাকে কোলে নিলাম)

রুপাঃ আল্লাহ,,, এখন ম্যাডাম যদি দেখে তুমি ব্যাথা পাইছো,,,,আর হৃদয় ভাইজান আমারে কী করবো,,,(ভয়ে ভয়ে)

হৃদয়ের মাঃ কী হয়েছে,,,, সিয়াম কাঁদছে কেন,,,???

অন্তরাঃ(কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করছি)কিছু হয়নি বাবা,,,, ভয় পেয়ো না,,,, ঠিক হয়ে যাবে,,,,,(আস্তে আস্তে শান্ত হয়ে গেলো,,)

হৃদয়ের মাঃ(অবাক হয়ে তাকিয়ে আছি মেয়েটার দিকে,,,,সিয়াম কখনো অচেনা কারো কাছে যায় না। আর এই মেয়ের কাছে গিয়ে চুপ হয়ে গেলো,,,)

অন্তরাঃ(মাতৃত্বের স্বাদ পাওয়ার আগেই আরিয়ান তা আমার থেকে কেড়ে নিয়েছে। এই অচেনা বাচ্চাটা আমার বুকের সাথে মিশে আছে,,,,মনে হচ্ছে বুকের হাহাকার এক নিমিষেই ভুলে গেলাম। এটাই কী মাতৃত্বের স্বাদ??)

হৃদয়ের মাঃ সিয়াম,,,,,

অন্তরাঃ(কারো ডাকে চমকে উঠলাম)

হৃদয়ের মাঃ ওকে আমার কাছে দাও,,,,

অন্তরাঃ(মনে হচ্ছে কেউ আমার নিজের সন্তান নিয়ে যেতে চাইছে,,,, ইচ্ছে করছে না দিতে,,,বাচ্চাটাও যেতে চাইছে না)

হৃদয়ের মাঃ (সিয়ামও মেয়েটার কোল থেকে আসতে চাইছে না।) সিয়াম,,,, চলে এসো দাদু ভাই,,

অন্তরাঃ (এক প্রকার জোর করেই বাচ্চাটা আমার কোল থেকে নিলেন,,,,আমার কেন কষ্ট হচ্ছে,,??)

হৃদয়ের মাঃ রুপা কোথায় থাকিস তুই,,,,,ও ব্যাথা পেলো কী করে,,??

রুপাঃ স,,,সরি ম্যাডাম সিয়াম আমার কথা না শুনে দৌড়াতে গিয়ে পরে গেছে,,,

হৃদয়ের মাঃ হৃদয় জানলে তোর খবর আছে,,,, এখন দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি গিয়ে মেডিসিন লাগিয়ে দে,,,

রুপাঃ জী ম্যাডাম,,,

হৃদয়ের মাঃ(রুপাকে এসব বলে সামনে তাকিয়ে দেখি মেয়েটা এখনো সিয়ামের দিকে অদ্ভুত মায়াভরা চোখে তাকিয়ে আছে) রুপা এখনো দাঁড়িয়ে আছিস কেন যা,,,, তোমার নাম কী,,,??(অন্তরাকে উদ্দেশ্য করে,,)

অন্তরাঃ,,,,,,,,,,

হৃদয়ের মাঃ(এখনো সিয়ামের যাওয়ার পথে তাকিয়ে আছে,,) শুনতে পাচ্ছো,,,??

অন্তরাঃ,,,,, জ,,জী কিছু বলছেন,,??

হৃদয়ের মাঃ বলছি তোমার নাম কী,,,??

অন্তরাঃ জী,,,, আমার নাম অন্তরা ইসলাম,,।

হৃদয়ের মাঃ কোন ডিপার্টমেন্টে পড়ো,,??

অন্তরাঃ একাউন্টিং ডিপার্টমেন্ট,,,সেকেন্ড ইয়ার,,,

হৃদয়ের মাঃ তোমাকে তো আগে দেখেছি বলে মনে হচ্ছে না,,,,,

অন্তরাঃ আসলে আমি ক্লাস করিনি এতদিন,,, শুধু এক্সাম দিয়েছি,,,

হৃদয়ের মাঃ ওহ্ ঠিক আছে তোমার ক্লাস শুরু হয়ে গেছে মনে হয়,,, তাড়াতাড়ি যাও,,,, আর সিয়ামকে সেফ করার জন্য ধন্যবাদ,,,

অন্তরাঃ ওর নাম সিয়াম,,,??

হৃদয়ের মাঃ হুম( মিষ্টি হেসে,,,)

অন্তরাঃ ঠিক আছে আমি আসছি,,,,,আসসালামু আলাইকুম,,,

হৃদয়ের মাঃ ওয়ালাইকুম আসসালাম,,,

অন্তরাঃ(তাড়াতাড়ি ক্লাসে যেতে লাগলাম,,,, অনেক দেরি হয়ে গেছে,,,)

ঠাসসসসসস

হৃদয়ঃ(সিয়াম নাকি ব্যাথা পেয়েছে তাই ওর কাছে যাচ্ছিলাম,,,, হঠাৎ কারো সাথে ধাক্কা লাগলো,,,)
,,,,,

আরিয়ানঃ(আজকাল অফিসের কাজেও মন বসে না,,,,, নিলার কেয়ার গুলো কেমন নেকামি মনে হয়,,,কী হয়েছে আমার,,?? কেন এমন লাগছে,,,?? যেন আমার খুব আপন কাউকে হারিয়ে ফেলছি,,,)

পিয়নঃ স্যার,,,,

আরিয়ানঃ কী হয়েছে,,,?? (বিরক্তি ভরা কণ্ঠে)

পিয়নঃ স্যার আপনার নামে একটা চিঠি এসেছে,,,,

আরিয়ানঃ আমার নামে,,,,??

পিয়নঃ জী স্যার,,,

আরিয়ানঃ(খামটা পিয়নের হাত থেকে নিয়ে খুলতে লাগলাম। যত খুলছি হার্টবিট তত ফাস্ট হচ্ছে। কিন্তু কেন,,,,??? ডিভোর্স পেপার,,,,!!! অন্তরার সাইন করা ডিভোর্স পেপার,,,,,, দম বন্ধ হয়ে আসছে এটা দেখে। এতদিন তো এটার অপেক্ষায় ছিলাম তাহলে আজ কেন এটা পেয়ে খুশি হতে পারছি না,,,,। হাত থেকে পেপারটা পরে গেলো,,,।)

নিলাঃ কী হয়েছে তোমার আরিয়ান,,,,???

আরিয়ানঃ ক,,কিছু না,,,

নিলাঃ তাহলে তুমি এতো ঘামছো কেন,,,,,,?? এত নার্ভাস কেন লাগছে তোমাকে???

আরিয়ানঃ ক,,কই কিছু না,,,??

নিলাঃ এটা কী,,,??(টেবিলে পরে থাকা ডিভোর্স পেপার হাতে নিয়ে) ও মাই গড,,,,,, ফাইনালি,,,,এত অপেক্ষার পর,,,,??

আরিয়ানঃ নিলা,,,,

নিলাঃ তুমি অপেক্ষা করছো কিসের,,,??? তাড়াতাড়ি সাইন করো,,,,, আপদটা আগেই করে দিয়েছে,,,

আরিয়ানঃ নিলা আমার কথাটা শুনো,,,,

নিলাঃ সব পরে হবে,,,,, তুমি আগে তাড়াতাড়ি সাইন করো,,,,আমি জমা দিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি,,,,, ওফ আমার কী যে খুশি লাগছে তোমাকে বলে বুঝাতে পারবো না,,,, এখন আমরা তাড়াতাড়ি বিয়ে করে নিতে পারবো,,,,,

আরিয়ানঃ নিলা আমার,,,,,

নিলাঃ ওফ,,,,, তাড়াতাড়ি সাইন করো তো,,,(হাতে কলম ধরিয়ে দিয়ে,,)

আরিয়ানঃ(নিলা আমার কথাই শুনছে না,,,, আমি বুঝতে পারছি না কেন পারছি না সাইন করতে,,, আমি তো এখন শুধু নিলাকে ভালোবাসি তাহলে,,,?? না আমি সাইন করবো,,,। আমি শুধু নিলাকে চাই,,, কলম পেপারের ওপর নিতেই হাত প্রচন্ড কাঁপতে শুরু করলো,,,)

নিলাঃ কী হলো আরিয়ান,,,??

আরিয়ানঃ জানি না কেন সাইন করতে পারছি না,,,??

নিলাঃ(তা বললে কী করে হবে?? তোমাকে যে পারতেই হবে) আমার দিকে তাকাও আরিয়ান,,,। তুমি শুধু আমাকে ভালোবাসো আর আমি তোমাকে,,,(অসহায় মুখ করে) অন্তরা আমাদের মাঝে এসেছিলো আরিয়ান,,,, ওর যেতেই হতো,,,,।

আরিয়ানঃ হ্যাঁ,,, আমি শুধু তোমাকে ভালোবাসি,,,(নিজেকে শক্ত করে আবার সাইন করতে নিলাম,,,, অন্তরার সাইন দেখে কেন জানি চোখ ভরে ওঠলো,,, কাঁপা কাঁপা হাতে সাইন করে দিলাম,,,, টপ করে এক বিন্দু পানি ডিভোর্স পেপারে পরলো। নিজের চোখে হাত দিয়ে নিজেই অবাক হয়ে গেলাম,,,, আমার চোখে পানি কেন,,,??)

নিলাঃ ওফ,,,,, কী যে শান্তি লাগছে,,,!!! এখন শুধু আমাদের বিয়ে করার পালা,,,দাও পেপারটা,,,

আরিয়ানঃ(নিলা পেপারটা নিয়ে চলে গেলো,,,। মনে হচ্ছে কিছু হারিয়ে ফেললাম,,,,। নিলার সাথে আমার বিয়ের আগে থেকেই সম্পর্ক ছিলো,,,, ওর বাবা আমাদের সম্পর্ক মেনে নেয় না। ওর বিয়ে দিয়ে দেয় অন্যকারো সাথে,,,,এর পর মা অনেক মেয়ে দেখিয়েছে পছন্দ হয়নি কিন্তু অন্তরাকে প্রথম দেখেই ভালো লেগেছিলো কিন্তু অন্তরা না করে দিলে রাগ ওঠে যায়। বিয়ের একমাস পরে নিলা এই অফিসেই জয়েন করে,,,,, সে আমার জন্য নিজের স্বামীকে ছেড়ে চলে এসেছে,,, আমি কী করবো বুঝতে পারছিলাম না,,,,। আস্তে আস্তে অন্তরা কেমন যেন হয়ে যেতে থাকে,,, সেই রুপ লাবণ্য হারিয়ে যেতে থাকে যা দেখে পাগল হয়ে ওকে বিয়ে করেছিলাম,,,,, আমিও ধীরে ধীরে আবার নিলার প্রতি দুর্বল হয়ে পড়ি,,,, অন্তরার সাথে আরো বেশী খারাপ আচরণ করতে থাকি,,,,যাতে ও চলে যায়,,,। আজ যখন চলেই গেলো তখন কেন কষ্ট হচ্ছে???? এর উত্তর কোথায় পাবো??)
,,,,,

অন্তরাঃ(কারো সাথে ধাক্কা লেগে পড়ে যাচ্ছিলাম তার আগেই ধরে ফেলে,,,,,। তাকিয়ে দেখি একটা ছেলে,,,,চেনা চেনা লাগছে,,,,)

হৃদয়ঃ অন্তরা,,,,,

অন্তরাঃ(আগে সোজা হয়ে দাঁড়ালাম) জী,,,,কিছু বললেন,,,

হৃদয়ঃ আ,,কিছু না,,,, তোমার কী শুধু আমার সাথে ধাক্কা খাওয়া ছাড়া কাজ নেই,,,,??

অন্তরাঃ সরি,,,,, বাট এর আগে আপনি আমাকে দেখেছেন,,,,? চিনেন আমাকে,,,??

হৃদয়ঃ যে চোখের জন্য রাতের ঘুম হারাম হয়ে গেছে,,, সেই চোখ আমি চিন্তে পারবো না,,,??(বিরবির করে)

অন্তরাঃ সরি,,,, কী বলছেন বুঝতে পারছি না,,,??

হৃদয়ঃ কিছু না,,,, তোমার ক্লাসে লেট হচ্ছে।

অন্তরাঃ ওহ্ হ্যাঁ,,,,, (তাড়াতাড়ি ক্লাসে গেলাম )

হৃদয়ঃ( তোমার চোখের পানির কারণ না জানা পর্যন্ত আমি ঘুমাতে পারবো না,,, অন্তরার কথা না ভেবে সিয়ামের কাছে গেলাম,,,,,) কী হয়েছে বাবা তোমার,,,,???

সিয়ামঃ দুক্কু,,,,,

হৃদয়ঃ কীভাবে পরে গেছো,,,,??

সিয়ামঃ আমি খেচ্চিলাম তো(আমি খেলছিলাম তো)

হৃদয়ঃ একা খেলতে গিয়ে ব্যাথা পেলে তো এখন,,,,।

সিয়ামঃ মা,,,,

হৃদয়ঃ(সিয়ামের মুখে মা ডাক শুনে অবাক হয়ে গেলাম,,,, কাজ ফেলে মাও সিয়ামের দিকে তাকালো,,, সিয়াম সব ডাক শিখলেও মা ডাকা ওকে কেউ শিখায়নি) ম,,,মা,,,,, কী বলছে সিয়াম,,,??

হৃদয়ের মাঃ আমিও বুঝতে পারছি না,,,, এই ডাক ও কোথা থেকে শিখলো,,,??

সিয়ামঃ মা,,,,

হৃদয়ঃ কী বলছো তুমি বাবা,,,??

সিয়ামঃ মা,,,,,,,

হৃদয়ঃ কোথায় মা,,,??

সিয়ামঃ তোলে নিলো তো বাইলে,,,,বাবা বললো তো,,,,(কোলে নিলো তো বাইরে,,,,,)

হৃদয়ঃ কী বলছে সিয়াম এসব,,,?? মা,,,,

হৃদয়ের মাঃ(অন্তরা,,,,,,,,)

চলবে,,,

💔#Divorce💔
Writer: Tahmina Toma
Part: 9

হৃদয়ের মাঃ(অন্তরা,,,,,,,,,)

হৃদয়ঃ মা সিয়াম কার কথা বলছে,,,,,

হৃদয়ের মাঃ অন্তরা,,,,,,

হৃদয়ঃ অন্তরা,,,,,,????

হৃদয়ের মাঃ সিয়াম যখন পরে গেছিলো অন্তরা নামে একটা মেয়ে কোলে নিয়েছিলো,,,,, মেয়েটার কোল থেকে আসতেই চাইছিলো না,,,,,,

সিয়ামঃ মা,,,, মা দামো,,,,,,(মা যাবো)

হৃদয়ঃ(অন্তরা,,,,,, কী ব্যাপার,,,, বাপের পছন্দ হলো সাথে ছেলেরও,,,, মুচকি হেসে,,,,গুড,,,) কী হয়েছে বাবা,,,,??

সিয়ামঃ মা দামো( মা যাবো,,,,)

হৃদয়ঃ চলো,,,,,,

হৃদয়ের মাঃ কোথায় নিয়ে যাচ্ছিস ওকে,,,,,??

হৃদয়ঃ ওর মায়ের কাছে,,,,,,??

হৃদয়ের মাঃ কী,,,,,,???

হৃদয়ঃ ন,,,না মানে,,,,, ও মা মা করছে সেটা ভুলাতে একটু ঘুরিয়ে নিয়ে আসি,,,,

হৃদয়ের মাঃ তাড়াতাড়ি আছিস ওকে খাওয়াতে হবে আবার,,,??

হৃদয়ঃ ওকে,,,,(অন্তরা একটু পরই ক্লাস শেষ করে বের হবে,,,আজ একটা ক্লাসই হবে ওদের,,,,)

সিয়ামঃ মা,,,তই (মা কই,,??)

হৃদয়ঃ নিয়ে যাচ্ছি তে বাবা,,,।

সিয়ামঃ তালাতালি তলো,,,(তাড়াতাড়ি চলো,,,)

হৃদয়ঃ(সিয়ামকে কোলে নিয়ে ক্যাম্পাসে গিয়ে বসলাম,,,,)

সিয়ামঃ তই মা,,,,

হৃদয়ঃ ওই যে আসছে,,,,(অন্তরা আর জ্যোতি ক্লাস থেকে বের হয়ে এদিকেই আসছে,,,)

অন্তরাঃ আজ ভার্সিটি না আসলেই ভালো হতো,,,,, মাত্র একটা ক্লাস হলো,,,,, তাও পুরো ক্লাসটাও করতে পারলাম না,,,,

জ্যোতিঃ ঠিক বলেছিস,,,,, একটা ক্লাস করার জন্য এতদূর আসা ভালো লাগে না,,,,

সিয়ামঃ মা,,,,

জ্যোতিঃ আরে সিয়াম সোনা,,,,,,(কোলে নিতে চাইলাম এলো না,,,,)

সিয়ামঃ মা দামো,,,(অন্তরার দিকে হাত বাড়িয়ে দিয়ে)

অন্তরাঃ(একবার বাচ্চার দিকে তাকাচ্ছি, একবার জ্যোতির দিকে আর একবার সেই ছেলেটার দিকে তাকাচ্ছি,,,,,)

জ্যোতিঃ অন্তরা,,,,সিয়াম তোকে মা বলছে কেন,,,??

অন্তরাঃ ব,,,বুঝতে পারছি না,,,,।

জ্যোতিঃ হৃদয় ভাইয়া,,,??

হৃদয়ঃ আমি কী জানি,,,,,??(মিটিমিটি হেঁসে)

সিয়ামঃ মা,,,,

অন্তরাঃ (বাচ্চাটার মুখে মা ডাক শুনে অদ্ভুত ভালোলাগা কাজ করছে,,,,,, নিজেকে পূর্ণ মনে হচ্ছে,,,, কিন্তু সাময়িক এই শান্তি হয়তো কষ্টের কারণ হবে,,,,, কারো মায়ায় জড়াবো না,,,) জ্যোতি চল আমার কাজ আছে,,,,,

জ্যোতিঃ ওকে চল,,,,, আসছি হৃদয় ভাইয়া,,,,,

হৃদয়ঃ ওকে,,,,,বায়,,,

জ্যোতিঃ(হৃদয় ভাইয়ার দিকে তাকিয়ে মিষ্টি হেঁসে সিয়ামের কপালে একটা কিস করে অন্তরার সাথে চলে এলাম,,,,)

অন্তরাঃ(বাচ্চাটার মুখে যেন পৃথিবীর সব মায়া দিয়ে দিয়েছে আল্লাহ তাআলার,,,, কী মায়াবী মুখ,,,?? কিন্তু মায়ায় জড়ানো মানে নতুন কষ্টের উৎস,,, চলে এলাম জ্যোতির সাথে,,,)

জ্যোতিঃ কী কপাল বাচ্চাটার??? জন্মের সময় মাকে হারিয়েছে,,,,, মা কী জিনিস বুঝতেই পারলো না,,,?? বাবা একজন আছে বেঁচে থেকেও নেই,,।

অন্তরাঃ কেন,,,???

জ্যোতিঃ সিয়াম প্রিন্সিপাল ম্যামের নাতি,,,,আর হৃদয় ভাইয়া ম্যামের ছোট ছেলে,,,, বড় ছেলের নাম রিয়াদ,,,, শুনেছি ভালোবেসে বিয়ে করেছিলো সিয়া ভাবিকে,,,,সিয়ামকে জন্ম দিতে গিয়ে মারা গেছেন সিয়া ভাবি,,,, রিয়াদ ভাইয়া সেটা মেনে নিতে পারেনি,,, রোবট হয়ে গেছে একদম,,, সারাদিন অফিসের কাজে ডুবে থাকে,,, তার যে একটা ছেলে আছে সেটাও তার মনে থাকে না,,,।

অন্তরাঃ তাহলে সিয়াম,,,,??

জ্যোতিঃ এভাবেই বড় হচ্ছে,,, ম্যাম প্রতিদিন সাথে করে নিয়ে আসে আবার নিয়ে যায়,,, আগে বাসায় রাখতো কাজের লোকের কাছে,,,কিন্তু তারা ঠিকমতো দেখাশোনা করেনি,,,,,, ম্যাম আর হৃদয় ভাইয়া বাসায় না থাকলে,,,পরে অসুস্থ হয়ে পড়েছিলো তারপর থেকে কাজের লোকসহ সাথে নিয়ে আসে ম্যাম,,, মা নেই আর বাবা থেকেও নেই,,,। বাবা ডাকে হৃদয় ভাইয়াকে,,,।

অন্তরাঃ তুই এতকিছু কিভাবে জানিস,,,??

জ্যোতিঃ আমার সাথে ম্যামের অন্যরকম সম্পর্ক। একদিন ম্যাম বাড়ি ফেরার পথে এক্সিডেন্ট করেছিলো আমার সামনেই। পরে আমি হাসপাতালে নিয়ে রক্ত দিয়ে সুস্থ করেছিলাম,,, তারপর থেকে ম্যাম আমাকে অনেক আদর করে আর হৃদয় ভাইয়া নিজের বোনের মতোই দেখে,,,

অন্তরাঃ ওহ্ ,,,,,, (নিজের কষ্টটা হালকা মনে হয়,,, যখন অন্যকারো কষ্টের কথা শুনি। এই পিচ্চিটা তো আমার থেকেও দুঃখী,,,,, যে নিজের মায়ের ভালোবাসা না পায় তার থেকে অভাগা মনে হয় পৃথিবীতে আর হয়না। কী অদ্ভুত আল্লাহর লিলা,,, এক মা সন্তান হারিয়ে কাঁদছে আবার এক সন্তান মা হারিয়ে কাঁদছে,,,। এক স্ত্রী স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য প্রতিরাত ডুকরে কেঁদে বালিশ ভেজায়,,,, আবার অারেক স্ত্রী মরে গিয়েও স্বামীর মনে নিজের রাজ চালাচ্ছে,,,, পৃথিবী সত্যি অদ্ভুত,,,)

জ্যোতিঃ কী ভাবছিস,,,??

অন্তরাঃ মানুষের জীবন কত বিচিত্রময় সেটাই ভাবছি,,,, একজন মায়ের জন্য কাঁদে আবার কেউ সন্তানের জন্য কাঁদে,,,,,। একজনের কাছে স্ত্রীর কোন মূল্য নেই,,,,, আবার কারো কাছে যেনো স্ত্রী বেঁচে থাকার কারণ,,,,,হারিয়ে গেলে জিন্দা লাশ হয়ে যায়,,,,।

জ্যোতিঃ ঠিক বলেছিল অন্তরা,,,,,, রিয়াদ ভাইয়াকে কয়েকবার দেখেছি,,,, কেমন পাথর মনে হয় তাকে,,,যতটা দরকার তার বাইরে একটা কথাও বলে না কারো সাথে,,,,। জানি না কেন বড্ড মায়া হয় রিয়াদ ভাইয়াকে দেখলে,,,,, ইচ্ছে করে জাদু দিয়ে সব কষ্ট মুছে দেই,,, একসময় সেও নাকি হৃদয় ভাইয়ার মতো অনেক হাসিখুশি ছিলো,,,

অন্তরাঃ রিয়াদ ভাইয়ার ওপর পিএইচডি করে ফেলেছিস নাকি,,,,

জ্যোতিঃ ধূর কী যে বলিস,,,??(কাউকে বলার মতো সাহস আমার নেই,,,, কী করে কাউকে বলবো যে একজন বিবাহিত পুরুষ আর এক বাচ্চার বাবা তাকে আমি ভালোবেসে ফেলেছি,,,,ঐ পাথর মানুষটার ভেতরের যন্ত্রণা যে আমাকেও জ্বালায়,,, সমাজ যে আমার চরিত্রের উপর আঙ্গুল তুলবে,,,,। বলবে কেমন মেয়ে এক বাচ্চার বাবার ওপর নজর পরেছে,,,বয়সেও আমার থেকে অনেকটা বড়,,,, অন্তরার হাসবেন্ড,,,, সরি এক্স হাসবেন্ডের সমবয়সী হবে,,,)

অন্তরাঃ তুই আবার কী ভাবতে বসলি,,,,??

জ্যোতিঃ কিছু না,,,,চল,,,।
,,,,,,

সিয়ামঃ মা দামো,,,,, এ্যাাাা

হৃদয়ঃ ওটা তোমার মা নয় বাবা,,,,

সিয়ামঃ লা,,,, ওতা আমাল মা,,,এ্যাাাা(ওটা আমার মা)

হৃদয়ঃ তোমার মা নয় ও ,,,,,,,

সিয়ামঃ লা ওতাই আমাল মা,,,,(না ওটাই আমার মা,,,)

হৃদয়ঃ(তখন থেকে কেঁদে যাচ্ছে,,,,, অন্তরা যাওয়ার পর,,,,, কী করে ওকে বুঝাবো ওর মা নেই,,,,)

সিয়ামঃ মা,,,,, মা দামো আমি,,,,(মা যাবো আমি)

হৃদয়ঃ(সিয়াম আমার কোল থেকে নেমে যেতে চাইছে বারবার,,,,, এবার বিরক্ত হয়ে গেলাম) ওটা তোমার মা নয়,,,, বুঝতে পারছো না তুমি,,,, তোমার মা নেই,,,,,।(ধমক দিয়ে)

সিয়ামঃ এ্যাাাা(জোরে কান্না করে দিলো,,,,) তোমাল মা আতে আমাল মা লেই তেন,,,,?? ওতাই আমাল মা(তোমার মা আছে আমার মা নেই কেন?? ওটাই আমার মা,,,)

হৃদয়ঃ সিয়াম,,,,,,

সিয়ামঃ এ্যাাাা,,,

হৃদয়ের মাঃ হৃদয় তুই ওকে শান্ত করতে আনলি,,,,ও কান্না করছে কেন???

হৃদয়ঃ ওর কাছেই শুনো,,,,,(সিয়ামকে মার কোলে দিয়ে চলে এলাম,,,,, কী উত্তর দেবো ঐ নিষ্পাপ ফুলটাকে,, সত্যি তো,,, আমার মা আছে ওর মা নেই কেন,,,,,?? এতদিনে মা আর আমাকে দেখে হয়তো মা সম্পর্কে কিছুটা বুঝতে পেরেছে,,,,আমি মা ডাকি,,, ও কেন কাউকে মা ডাকে না,,,?? শিশুরা সবসময় বড়দের অনুকরণ করে,,,)

হৃদয়ের মাঃ খেয়ে নাও দাদু ভাই,,,

সিয়ামঃ লা,,,,, আমি মায়েল কাতে দামো(আমি মায়ের কাছে যাবো)

হৃদয়ের মাঃ যাবো তো,,, তুমি আগে খাওয়া শেষ করো তারপর আমরা মায়ের কাছে যাবো,,,

সিয়ামঃ লা,,,,, আমি আদে মায়েল কাতে দামো,,, এ্যাাা,,,,(না,,, আমি আগে মায়ের কাছে যাবো,,)

হৃদয়ের মাঃ(কোথা থেকে পাবো রে তোর মা কে,,? সে তো তোকে আর আমার ছেলেটাকে ফাঁকি দিয়ে চলে গেছে,,,চোখের কোণ থেকে পানিটা মুছে নিলাম,,,,সিয়া মেয়েটাকে নিজের মেয়ের মতো ভালোবেসেছিলাম,,, যাকেই ভালোবাসি সেই ফাঁকি দেয়,,,,, সিয়ার মৃত্যু আমিই এখনো মেনে নিতে পারিনি,,,,, আমার রিয়াদটা কী করে পারবে,,,,?? কিন্তু সিয়ামের জন্য হলেও রিয়াদকে যে আবার বিয়ে করতে হবে,,,,,)

সিয়ামঃ মা,,,,,,এ্যাাাা,,,,

হৃদয়ের মাঃ অন্তরা,,,,, (অন্তরা আর সিয়ামের সেই দৃশ্য চোখের সামনে ভেসে ওঠলো আবার,,,,)
,,,,,,

নিলাঃ আরিয়ান আমরা বিয়ে করবো কখন,,,??

আরিয়ানঃ নিলা আজকে কেবল ডিভোর্স পেপারে সাইন করলাম,,,, কিছুদিন যেতে দাও,,,, আমার একটু সময় লাগবে,,,,

নিলাঃ তুমি আর আমাকে আগের মতো ভালোবাসো না (ন্যাকা কান্না করে)

আরিয়ানঃ আরে তুমি আবার কান্না শুরু করলে কেন,,,??

নিলাঃ তো কী করবো,,,,?? তুমি আর এখন আমাকে ভালোবাসো না,,,,

আরিয়ানঃ প্লিজ নিলা একটু একা থাকতে দাও আমাকে,,,, নিজের কাজ করো গিয়ে,,,(বিরক্ত হয়ে)

চলবে,,,,,