কি আশায় বাঁধি খেলাঘর পর্ব-১২

0
286

কি আশায় বাঁধি খেলাঘর (১২)

নিষাদ মেসেজ দিলো রাত ১২ টায়।চন্দ্র তখন সবেমাত্র রুমে এসে শুয়েছে।ফোনে মেসেজ এসেছে শুনে ফোন হাতে নিয়ে দেখলো সেই নাম্বার থেকে আরেকটা মেসেজ এসেছে।

“কুহেলী উত্তরী তলে মাঘের সন্ন্যাসী-
গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে
রিক্ত হস্তে।
তাহারেই পড়ে মনে, ভুলিতে পারি না কোন মতে।”

চন্দ্র বুঝতে পারছে না কে এই মানুষ?
কেনো এরকম করছে হঠাৎ করে?

চন্দ্র নিজেই কল দিলো নিষাদকে।নিষাদের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল চন্দ্রর কল দেওয়া।
রিসিভ করবে না-কি করবে না তা ভাবতে ভাবতেই কল কেটে গেলো।
চন্দ্র আবারও কল দিলো।এবার নিষাদ কল রিসিভ করলো।

চন্দ্র কোনো ভনিতা না করে সোজা জিজ্ঞেস করলো,
“কে আপনি?
কি চান?
কেনো এভাবে ডিস্টার্ব করছেন আমাকে?
এটা যে অভদ্রতা আপনি কি জানেন না?
বিশেষ করে এরকম রাত করে কাউকে কল দিয়ে,টেক্সট দিয়ে ডিস্টার্ব করা কি কোনো ভদ্র লোকের কাজ আপনি বলুন তো?”

চন্দ্রর এতোগুলা প্রশ্ন শুনে নিষাদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেলো।
এই শীতেও দরদর করে ঘামতে লাগলো নিষাদ।

নিজেকে কোনোমতে সামলে নিয়ে বললো,”প্রেম এবং যুদ্ধে সবকিছুই ন্যায্য ম্যাডাম।”

এরকম দাঁতভাঙা জবাব চন্দ্র আশা করে নি।

চন্দ্র জিজ্ঞেস করলো,”আপনার সাথে আমি প্রেম করছি না তা তো নিশ্চিত,কিন্তু যুদ্ধ ও তো করছি না।তবে কেনো এরকম করছেন?”

নিষাদ বললো,”করছেন না কেনো প্রেম তাহলে?
করে ফেলুন না প্লিজ,কতোদিন ধরে সিঙ্গেল আছি শুধু আপনার জন্য।জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা আপনিই আমার।
আপনি আমার শীতের রাতের এক কাপ গরম চা হবেন প্লিজ?”

চন্দ্র হেসে ফেললো নিষাদের কথা শুনে। হাসতে হাসতে বললো,”ফ্ল্যার্ট তো ভালোই জানেন দেখছি। তো এভাবে কতোজনকে পটিয়েছেন?”

নিষাদ মন খারাপ করে জবাব দিলো,”আপনার কাছে যেটা ফ্ল্যার্ট আমার কাছে সেটা হৃদয়ের অনুভূতি,আমার জীবনের প্রথম ভালোবাসা প্রকাশ।আমার প্রথম আবেগ।”

চন্দ্র বললো,”আপনার অনুভূতিকে সম্মান জানিয়ে বলছি আমি,আপনি প্লিজ অন্য কাউকে খোঁজেন নিজের জন্য।আমার রিলেশনশিপে যাওয়ার কোনো ইচ্ছে নেই,প্রেমের স্বাদ মিটে গেছে।”

নিষাদ বললো,”ভালোবেসে গোলাপকে ছুঁয়ে দিতে গেলেও মানুষকে কাঁটার আঘাত পেতে হয়,আপনি কিভাবে ভাবলেন মানুষ আঘাত দিবে না?
আর এই কাঁটার আঘাতের ভয়ে কি মানুষ গোলাপ ছিঁড়ে না বলেন?

আর আপনাকে কে বললো আমি প্রেম করতে চাই,আমি সোজা বিয়ে করে নিতে চাই আপনাকে।আপনি এলে আমাদের ছোট সংসারটি পূর্ণ হবে কানায় কানায়।
বিশ্বাস করেন,নিজের প্রাণ বাজি রেখে বলতে পারি,আপনার চোখে কখনো দুঃখের জল আসবে না।যদি কখনো চোখে জল আসে তবে তা হবে সুখে।”

চন্দ্র কিছুক্ষণ চুপ থেকে বললো,”সরি।আমাকে আমার মতো থাকতে দিন।আমি পারবো না দ্বিতীয় বার এসব নিয়ে ভাবতে।”

নিষাদ কাতর গলায় বললো,
“চন্দ্র আমি তোমাকে সত্যিই ভালোবাসি।
আর ভালোবাসি বলেই তোমাকে নিজের করতে চেয়েছি। তবে তুমি না চাইলে আমি জোর করবো। যতোবার অবহেলা করবে ততবারই দ্বিগুণ ভালোবাসা নিয়ে ফিরে আসবো।কথা দিলাম।”

নিষাদ কল কেটে দিলো।চন্দ্র হেসে ফেললো নিষাদের কথা শুনে।নিষাদ যে মুডে কথা বলেছিলো চন্দ্র ভেবেছিলো নিষাদ বলবে যে আর কখনো ফিরে আসবে না।

চন্দ্র ঘুমানোর চেষ্টা করলো অনেকক্ষণ ধরে। কিন্তু পারছে না ঘুমাতে।কি যেনো মনের মধ্যে খচখচ করছে।
ঘুমাতে দিচ্ছে না। অনেকক্ষণ পরে চন্দ্রর মনে পড়লো নিষাদকে কোথায় দেখেছে ও।
সেই যে হোস্টেলে থাকতে একদিন…..

একে একে সব মনে পড়লো।হেসে ফেললো চন্দ্র আপনমনে। এই তো সেই ছেলেটা যার সাথে চন্দ্র ধাক্কা খেয়ে চিৎ হয়ে পড়ে গেছিলো। তারপর ছেলেটা ওর পিছনে দৌড়াতে লাগলো,তার পিছনে হাসনাত সাহেব ছিলেন।
চন্দ্র হাসতে হাসতে উঠে বসলো বিছানায়।

কী আশ্চর্য!
দুনিয়া কতো ছোট!
কে জানতো সেই ছেলেদের বাসায় চন্দ্রর বাসা হবে,তার বাবা মা’কে এতো আপন মনে হবে।

হঠাৎ করে চন্দ্রর মনে হলো এই ছেলেটা অসম্ভব ভালো। একটা মেয়েকে পছন্দ করেছে আর মেয়েকে কিছু বলার আগেই বাবামায়ের কাছে বলে দিয়েছে।কি সুন্দর!
অথচ চন্দ্র ভালোবেসেছে এমন একজনকে যে কি-না চন্দ্রর দুরবস্থা জেনে তাকে ছেড়ে চলে গিয়েছে।
হায়রে ভালোবাসা!
কি ভাগ্যবতী সেই মেয়েটা যাকে নিষাদ ভালোবেসেছে!

সকাল বেলা হাসনাত সাহেব আর মনোয়ারা বেগম চন্দ্রর ফ্ল্যাটে এলো।
মনোয়ারা বেগমের হাতে একটা ফুলের ঝুড়ি।
হাসনাত সাহেবের হাতে মিষ্টি।

চন্দ্র ব্যতিব্যস্ত হয়ে তাদের ভিতরে এনে বসালো।প্রভা ছুটলো শরবত বানাতে।
ফুলের ঘ্রাণে ম-ম করছে বাসা।

হাসনাত সাহেব নিজেই শুরু করলেন।চন্দ্রকে জিজ্ঞেস করলেন,”মা,তোমার অভিভাবক কে আছে?”

এই প্রশ্ন চন্দ্র আশা করে নি।একটু চুপ থেকে বললো,”না,কেউ নেই আমার।আমার অভিভাবক আমি নিজেই আংকেল।”

মনোয়ারা বেগম চন্দ্রর হাত ধরে বললো,”মা,আমার ছেলে যেদিন প্রথম দেখেছিলো সেদিনই তোমাকে ভালোবাসে ফেলে।আমারা চাই তোমাকে আমাদের বাড়ির বউ করতে।দেখো মা,আমার একটাই ছেলে,আমার কোনো মেয়ে নেই।তোমার ও বাবা মা নেই।আমরা চাই তোমার বাবা মায়ের অভাব পূরণ করতে।জানি,বাবা মায়ের অভাব হয়তো অন্য কেউ নিতে পারে না,বিশ্বাস করো চন্দ্র আমরা কখনো তোমাকে বউয়ের চোখে দেখব না। সবসময় নিজের মেয়ের মতো করে যত্নে রাখবো।”

হাসনাত সাহেব বললেন,”আমাদের ফিরিয়ে দিও না মা খালি হাতে।তুমি দুদিন ভেবে সিদ্ধান্ত নিও।তোমার সিদ্ধান্তের অপেক্ষায় থাকবো।”

প্রভা শরবত নিয়ে এলো।দুজনে শরবত খেয়ে চলে গেলো।
চন্দ্রর মাথা ঝিমঝিম করছে,পুরো শরীর কাঁপছে।

প্রভা এসে পাশে বসতেই চন্দ্র প্রভাকে জড়িয়ে ধরে কেঁদে উঠলো। প্রভা রান্নাঘর থেকে সব শুনেছে। ভীষণ খুশি হয়েছে প্রভা এই প্রস্তাব শুনে।
চন্দ্রকে জড়িয়ে ধরে বললো,”এটা সবচেয়ে উত্তম প্রস্তাব চন্দ্র।আংকেল আন্টির মতো মানুষ হয় না।তুই অমত করিস না চন্দ্র।”

চন্দ্র বললো,”আমার ভীষণ ভয় করে প্রভা।আমি কাউকে বিশ্বাস করতে পারি না।”

প্রভা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললো,”চন্দ্র,কষ্টের পরেই তো সুখ আসে।তুই এতোদিন অনেক কষ্ট সহ্য করেছিস,এজন্য আল্লাহ তোর ভাগ্য খুলে দিয়েছে।বাকি জীবন তোর জন্য সুখ অপেক্ষা করছে। অমত করলে অনেক বড় কিছু হারাবি তুই চন্দ্র।”

চন্দ্র দেয়ালের সাথে হেলান দিয়ে বসে রইলো।
প্রভা কিছুক্ষণ চুপ থেকে বললো,”ক্লাসে যাবি না?”

চন্দ্র মাথা নেড়ে বললো,”না যাবো না।”

প্রভা বললো,”তাহলে আমিও যাবো না।”

সারাদিন কাটলো চন্দ্রর ভীষণ উদ্বিগ্নতায়।আব্বা আম্মার কথা ভীষণ মনে পড়তে লাগলো চন্দ্রর।আজ যদি আব্বা আম্মা থাকতো তবে তো এসব কথা চন্দ্রর কাছে কেউ বলতো না।বাবা মা সিদ্ধান্ত নিতো এই বিষয়ে। সব বাবা মায়েরাই তো সন্তানের জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়।
আল্লাহ কেনো চন্দ্রকে এই ভাগ্য দিলো না।কেনো এই সিদ্ধান্ত চন্দ্রকে নিতে হচ্ছে!

দুপুরে নিষাদ আবার কল দিলো চন্দ্রকে।চন্দ্র রিসিভ করলো না।
চটপট করে দিন কাটালো চন্দ্র কিন্তু রাত কাটতে চাইলো না আর।
চন্দ্র কি করবে বুঝতে পারছে না। কি সিদ্ধান্ত নিবে?

দিশা না পেয়ে উঠে গেলো প্রভার কাছে।প্রভাকে গিয়ে বললো,”আমি কি করবো রে প্রভা এখন?”

প্রভা বললো,”দেখ চন্দ্র,বিয়ে তো করতেই হবে একদিন তাই না?দেখ,যাকেই বিয়ে করবি তার পরিবার কেমন হবে তা কে জানে।অথচ দেখ,চাচীকে তুই ভালো করে জানিস।ওনারা কতো ভালো মানুষ তা তো তুই ভালো জানিস।ওনাদের ছেলে কি খারাপ হবে?
আর যে ছেলে তোকে পছন্দ হওয়ার সাথে সাথেই বাবা মা’কে জানিয়ে দিয়েছে সেই ছেলে অবশ্যই লয়াল।
এই সুযোগ মিস করিস না চন্দ্র।”

চন্দ্রর হঠাৎ মনে হলো প্রভা যা বলছে ঠিকই বলছে।প্রভার সব যুক্তি-ই যৌক্তিক। চাচা চাচীর মতো করে কেউ ওর যত্ন নিবে না।
চন্দ্রর মনে হলো কেমন ভারমুক্ত হলো চন্দ্র।

প্রভাকে একটা কঠিন হাগ দিয়ে চন্দ্র রুমে এলো।এসে দেখতে পেলো ফোন বেজে যাচ্ছে। বিরক্ত হয়ে তাকিয়ে ফোন রিসিভ করলো।

নিষাদ কথা বলার আগেই চন্দ্র বললো,”আপনার আর কষ্ট করে আমাকে ডিস্টার্ব করতে হবে না।আমার বিয়ের কথা বার্তা চলছে।আমিও সম্মতি জানিয়ে দিবো কালকে।”

শুনে নিষাদের মনে লাড্ডু ফুটতে লাগলো।কিন্তু চন্দ্রকে বুঝতে দিলো না।বরং মন খারাপ করে বললো,”আমার কি হবে চন্দ্রাবতী?
আমি যে তোমাকে অনেক ভালোবাসি।তোমার কী আমার কথা মনে পড়বে না?

প্রতিরাতে যখন আমার কল আসবে না আর তখন কি একবারও তোমার মনে পড়বে না আমার কথা চন্দ্র?”

চন্দ্র বিরক্ত হয়ে বললো,”না রে ভাই,মনে পড়বে না।আমার জামাই আমাকে এতো বেশি ভালোবাসে ভাই,আমার নিজের কথা ভাবার সময়ই থাকবে না।আপনার কথা তো পরে।
বাদ দেন ভাই।আর কল দিয়েন না।”

নিষাদ ফোন রেখে হাসতে লাগলো।

চলবে…..?