ডেভিল পর্ব-০৬

0
360

#ডেভিল
#জয়ন্ত_কুমার_জয়

[6]

ভয়ে আমি চোখ বন্ধ করে আছি, ওনার গরম নিশ্বাস আমার মুখে পড়ছে,কি করবো কিছুই বুঝতে পারছি না।তারপর অনুভব করলাম যে ওমার নিশ্বাস আর আমায় স্পর্শ করছে না।ভয়ে আস্তে আস্তে চোখ খুললাম।একি উনিতো সামনে নেই? গেলো কোথায়?ভুত নাকি?যাই হোক এখন এখান থেকে পালাই নইলে মরেই যাবো। এক দৌড়ে রুম থেকে বেড়িয়ে নিচে আসলাম।

আন্টি__কিরে মা এভাবে দৌড়াচ্ছিস কেন?পড়ে যাবি তো

সাধে কি দৌড়াইছি নাকি?তোমার সাইকো ছেলেটার জন্যই তো।মাগো আর একটু হলে মরেই যেতাম(মনে মনে ফিসফিস করতে করতে)

আন্টি__কি ভাবছিস??

আমি__না কিছু না।আমি কলেজে যাই কলেজের সময় হইছে। ওই নীলা তুই যাবি না?

নীলা__না রে আজ ভাল লাগছে না।তুই যা

__ঠিক আছে তুই রেস্ট নে আমি রেডি হয়ে আসি

তারপর আমার রুমে গিয়ে ফ্রেস হয়ে কলেজ যেতেই —

আন্টি__খাবি না?

__না আন্টি কলেজের দেরি হয়েছে।ক্যান্টিনে খেয়ে নিবো

__না খেয়ে তারপর যাবি।দারা বলছি(রেগে ধমক দিয়ে)

__আচ্ছা।ইসস রে কলেজের সময় হইছে (আন্টির যেকোনো কথা আমি ফেলতে পারি না)

__তুই বস আমি খাইয়ে দিচ্ছি

আমি সোফায় বসলাম।আন্টি আমায় খাইয়ে দিচ্ছে।আমায় কখনো এভাবে কেউ খাইয়ে দেয়নি।বাবা তো ব্যাস্ত ছিলেন ছোট থেকে অনেকটাই একাকি বড় হয়েছি।অজান্তেই চোখে পানি চলে আসলো।

আমি__জানো আন্টি আমায় না কেউ এভাবে খাইয়ে দেয়নি।হঠাৎ মায়ের কথা মনে পড়ছে।মা থাকলেও আমায় এভাবে খাইয়ে দিতো(এতক্ষনে কান্না করে দিছি)

__পাগলি মেয়ে একটা আমি কি তোর শুধু আন্টি? মা না??

__(নির্বাক দৃষ্টিতে চেয়ে আছি)

__আজ থেকে আমায় মা বলে ডাকবি কেমন?এখন থেকে আমার ২টা মেয়ে

__(আন্টিকে জরিয়ে ধরে কান্না করছি)

“আচ্ছা মা তোমার ২টা মেয়ে?তাহলে ছেলেটা কোথায় গেলো?”(শিড়ি দিয়ে নামতে নামতে নীল ভাইয়া শার্টের কলার ঠিক করে কথাটি বললো)

আন্টি__কোথায় ভুললাম।আমিতো মেয়ের কথা বলছি

নীল ভাইয়া __আমি বেড় হলাম

আন্টি__কোথায় যাবি?

__একটা কাজ আছে সেখানে যেতে হবে

__খেয়ে যা

__না এখন খাবো না বাইরে খেয়ে নিবো

__তুই তো বাহিয়ে খেতে পারিস না। আয় এখানে বোস।আমি খাইয়ে দিচ্ছি।

__মা আমার সময় নেই।

__বসতে বলছি(ধমক দিয়ে)

নীল ভাইয়া বাধ্য ছেলের মতো সোফায় বসলো।আন্টি একবার আমায় আর একবার নীল ভাইয়া কে খাইয়ে দিচ্ছে।খাওয়া শেষে–

খাবো না খাবো না করছিলি এখন খাবারগুলা কার পেটে গেলো হ্যা?আমার হয়েছে যত্তো জ্বালা।

আমি আন্টিকে বিদায় জানিয়ে রাস্তায় দারিয়ে আছি।একটা রিক্সাও নেই।বুঝতে পারছি না এখন রিক্সাগুলা এখানে আসে না কেনো।এমনিতেই লেট হয়ে যাচ্ছে। এমন সময় দেখি নীল ভাইয়া বাইক নিয়ে বেড় হচ্ছে। আচ্ছা নীল ভাইয়াকে বললে আমায় পৌছে দিবে?উনিতো আমায় সহ্যই করতে পারেন না,থাক বলবো না বললে আমাকেই অপমান করবে।কোনো উপায় না পেয়ে হাটতে লাগলাম।পিছন থেকে হঠাৎ একটা বাইক আমার সামনে কষে ব্রেক করলো।আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি।একি!!এটাতো নীল ভাইয়া!! উফফ এই লোকটা সকাল থেকে ভয় দেখিয়ে যাচ্ছে।

নীল ভাইয়া__বাইকে ওঠো।কলেজে পৌছে দিচ্ছি

__না ভাইয়া থাক আমি যেতে পারবো

__তোমার নাকি কলেজে দেরি হচ্ছে?রাস্তায় তো কোনো রিক্সাও নেই চলো আমি নিয়ে যাচ্ছি

__হেটেই যেতে পারবো

__উঠতে বলছি (রাগি লুক নিয়ে)

__উঠছি তো রাগ দেখানোর কি আছে একটু ভাল করে বললেও তো হয়

মিঃ নীল আপনি যদি নাও বলতেন তবুও আমি বাইকে উঠতাম।কিন্তু আপনার মুখ থেকে শুনার জন্য না করেছিলাম হিহিহি।আজকে আপনার খবর করবো চলুন শুধু কলেজে।

নীল __কি ভাবছো?ভাল করে বসো।আমি জোরে বাইক চালাই পরে গেলে কিন্তু তোমায় খুজে পাওয়া যাবে না

__কিন্তু হেলমেট তো একটাই। আপনি কি পড়বেন?

__আমার লাগবে না।তুমি পরে থাকে তাহলেই হবে

__আচ্ছা

নীল ভাইয়া বাইক স্টার্ট করলো।যেমন কথা তেমনি কাজ,বাতাসের বেগে বাইক চালাচ্ছে। আর এদিকে আমার অবস্থা অশোচনীয়। এ লোকটা কি পাগল নাকি?এতো স্পিডে কেউ বাইক চালায়? মনে তো হচ্ছে আকাশে উড়ছি।ওনার শার্ট খামচে ধরে চোখ বন্ধ করে আছি, এভাবে চালালে নির্ঘাত আমার হার্ট এটাক হবে।ওনার পিঠে একটা চিমটি দিলাম।চিমটিটা একটু জোরেই হয়েছে মনে হয়।নীল ভাইয়া খুব কষে ব্রেক করলেন।আর আমি সম্পুর্ন ঝুকে ওনার গায়ের ওপর পড়লাম।

ভাইয়া__এই পাগল মেয়ে সমস্যা কি?

__আপনি আর আপনার বাইক

__সাট আপ(চেচিয়ে)

__(চুপ করে আছি)

__তুমি জানো বাইক চালানো অবস্থায় এতো জোরে চিমটি দেওয়ায় কতো বড় এক্সিডেন্ট হতে পারতো?কোনো আইডিয়া আছে? ইউ ফুল

__আমি তো আস্তে চিমটি দিছি(ইনোসেন্ট মুডে)

__ও মাই গড আর কি বলবো এই মেয়েকে

__আপনি কি বলবেন হ্যা? এবার তো আমি বলবো।এতে জোরে কেউ বইক চালায়? আমার চেহারাটা দেখছেন?কতো চিকন আমি। যদি উড়ে যেতাম তাহলে কি আমায় আটকাতে পারতেন?আর আমাকেই জ্ঞান দিচ্ছেন যে (ওনার চেয়ে দ্বিগুণ চেচিয়ে বললাম।এখন ভাল লাগতাছে)

উনি পিছন ফিরে আমার দিকে তাকিয়ে আবার বাইক স্টার্ট করলেন।একটু পর কলেজে পৌছালাম। গেইটে কিছু বান্ধবিকে দেখে ওদের কানে ফিস ফিস করে নীল ভাইয়াকে জব্দ করার বুদ্ধি দিলাম।

__কিরে তোরা পারবি তো?

__হ্যা পারবো না মানে খুব পারবো তুই শুধু দেখ (হারামি গুলা সবাই মিলে বললো)

|
|

__ক..ক..কে আপনি?আমার পিছু নিচ্ছেন কেনো?সেদিন তো আপনি চিরকুট দিয়েছিলেন তাই না?আদনান কোথায়?কে আপনি?(এক নিশ্বাসে কথা গুলা বলে বিছানায় জরোসরো হয়ে বসে আছি)

__ধরে নাও আমি তোমার শুভাকাঙ্ক্ষী। এখন বলোতো তোমার এতো সাহস হয় কি করে যে অন্য একটা ছেলের সাথে বসার?(ছায়ার আড়ালে থাকা লোকটি)

__সেটা আমার ব্যাপার আমি কার সাথে থাকবো কার সাথে মিশবো সেটা আপনায় কেন বলবো?আমায় ফলো করছেন কেন? কি চান আপনি?

__ঠাসসস ঠাসসসস!! (হুম যা ভাবছেন তাই,লোকটি আমার গালে খুব জোরে দুইটা চর বসিয়ে দিলেন)

__আপনি আমায় মারলেন? (এতক্ষনে কান্না করে দিছি।এতো জোরে কেউ মারে?এই লোকের কি মায়া বলতে কিছু নেই নাকি)

__চুপ একদম চুপ।নইলে এমন মার মারবো পরের বার কোনো ছেলের সাথে সময় কাটানো কেন, কাউকে দেখতে পর্যন্ত পারবে না

__এ্যায়ায়ায়া এ্যায়ায়ায়া

__চুপ করতে বলিনি? (ধমক দিয়ে)

__কান্নাও করতে পারবো না নাকি? কেমন লোক আপনি?আমি এখনি চেচিয়ে নীল ভাইয়াকে ডাকছি তারপর বুঝবেন আমার ওপর টর্চার করলে কি হয়

__নীল?? হাহাহাহা

__হাসছেন কেন?নীল ভাইয়ার নাম শুনেই মাথায় সমস্যা হইছে তাহলে ভাবুন আেনার কি অবস্থা হবে যদি আমি ওনাকে সব বলি

__রাখো তোমার নীলকে,ওর মতো নীলকে স্কুল জীবনে পার করে এসেছি

__নীল ভায়ায়া(নীল ভাইযা বলে চিল্লাবো তখনি লোকটি আমার মুখ চেপে ধরলো)

__এই মেয়ে মাথায় কি একটুও বুদ্ধি নেই নাকি চিল্লাচ্ছ কেন

__তো কি করবো?আর আপনি মুখ থেকে হাত সরাবেন নাকি হাতে কামর দিবো?

__এ মেয়ে পুরোটাই পাগলি হয়ে গেছে।এখন যাচ্ছি আর শোনো কোনো ছেলের সাথে কথা বলা দুরের কথা যার দিকে তাকাবা তো ওর অবস্থা আদনানের মতো হবে।আর হ্যা নীলের সাথে তো একদমি নয়।নইলে কিন্তু নীল ও ছাড় পাবে না।মাইন্ড ইট

__আরে দারান দারান

আমার কথাকে উপেক্ষা করে হঠাৎ উধাও হয়ে গেলেন। কে এই লোকটা?এমন বিহেভ করার কারনটা কি?উনি কি আমার পরিচিত কেউ?এই বাড়িতে আর থাকবো না।ভাগ্যিস বাবা কাল আসবে।নিজের বাসায় চলে যাবো।এখানে আসার পর সব কেমন এলোমেলো হয়ে গেছে।এগুলা ভাবতে ভাবতে ঘুম রাজ্যে চলে গেছি।সকালে বাবার ফোনে ঘুম ভাংলো —

__হ্যালো বাপি,গুড মর্নিং

__কয়টা বাজে দেখেছো?বেলা ১১টা।এতক্ষণে মর্নিং??

__ওমাগো ১১টা বাজে? তোমারতো সকালে বাসায় আসার কথা কোথায় তুমি?

__আমি বাসায় এসে রান্না করে তোমার জন্য বসে আছি।

__সরি বাপি আসলে কাল রাতে ওইই লোকটার জ(এইরে এখনি সব বলে ফেলতাম)

__কোন লোক?

__না বাপি কেউ না।আমি বাসায় যাচ্ছি।

__আচ্ছা আসো।আর ডারাহুরোর কিছু নেই। সাবধানে এসো

__আচ্ছা বাপি রাখি।

__আচ্ছা

নীলার বাচ্চারে তোরে খাইছি।এতো দেরি হইছে তবুও একটি বার ডাকলো না??তোরে পরে দেখছি আগে ফ্রেশ হয়ে নেই।

ফ্রেশ হয়ে নিচে আসলাম।

আন্টি__এইযে মহারানী এদিকে আসেন

__আসছি আন্টি(এইরে নিশ্চই বকা দিবে।কেনো যে ঘুমটা ভাংলো না)

আন্টি__আমায় কি বললি?

__কি বললাম??

__থাক মনে করা লাগবে না

__ওও সরি ভুল করে আন্টি বলে ফেলছি। সরি সরি সরি সরি মা!! (আন্টিকে মা ডেকে নিজের অজান্তেই অনেক ভাল লাগছে টরকম অনুভুতি কোনোদিনও হয়নি।মনে হচ্ছে আমার নিজের মা কে মা বলে ডাকলাম)

__তোর মুখে মা ডাক শুনে কি যে ভাল লাগছে(বলে আমায় জরিয়ে ধরলো)

__মা আজ আমায় যেতে হবে

__কোথায় যাবি?

__বাপি বাসায় এসেছে।তাই আমারো যেতে হবে

__তোকে যেতে ইচ্ছে করছে না রে মনে হচ্ছে সারাজীবন এই ভাবে নিজের মেয়ের মতো করে রাখতে

__মন খারাপ করছো কেন? আমিতো আসবো।কলেজ শেষে তোমার সাথে দেখা করে যাবো।এখন হ্যাপি?

__হ্যা অনেক হ্যাপি।নে খেয়ে নে

__আগে বলো ওই শয়তানিটা কই?

নীলা__আমি এখনে(সোফার পিছনে লুকিয়ে)

ওই পালাবি না আজ তোরে খাইছি।কোথায় পালাচ্ছিস দারা, দারা বলছি।ওকে ধরতে গিয়ে সেই লেবেলে একটা ধাক্কা খেলাম।ধাক্কায় সামলাতে না পেরে প্রায় পড়ে যাচ্ছিলাম তখনি কে যানি আমায় ধরে ফেললো।চোখ খুলে দেখি নীল ভাইয়া। আমি ওনার চোখের দিকে তাকিয়ে আছি।ছেলেদের চোখ এতো মায়াবি হয়?যেনো চোখে হারিয়ে ইচ্ছে করে।হঠাৎ গম্ভীর কণ্ঠে ভাবনা কাটলো আর তখনি যেটা হলো সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না–

চলবে…?