মায়ার জালে পর্ব-১০

0
291

#গল্প::#মায়ার_জালে
#writer_পাপন
#পর্ব::১০

আয়ান অপলক ভাবে অনুর হাসির দিকে তাকিয়ে আছে । অনু আয়ানের দিকে তাকিয়ে বলে,,,,,,,

অনু— এভাবে তাকিয়ে কি দেখছেন।

আয়ান— অপূর্ব হাসি।( আনমনে বলে দেয়)

অনু— ওওও (অনু লজ্জা পেয়ে যায়)

আয়ান— আরে না না তুমি যে মুভি দেখছো এই হিরোর হাসির কথা বলছি। কত সুন্দর হাসছে।

অনু— হিরো হাসলো কখন। এখনও তো হিরোর এন্ট্রি হয়নি।

আয়ান— ওওও ( আয়ান লজ্জা পেয়ে যায় । )

অনু আর কিছু না বলে মুভি দেখতে লাগে । আয়ান তো এখন অপলক ভাবে না তাকিয়ে আড়চোখে তাকাচ্ছে । অনু বিষয়টি বুঝতে পেরে আয়ানের দিকে আর তাকাচ্ছে না। আয়ান যে তাকে আড়চোখে দেখছে সেটা তার কাছে অনেক ভালো লাগছে। মুভি দেখতে দেখতে অনু ঘুমিয়ে পড়ে । আয়ান একা একা বসে আছে। ঘুম যেন আসছে না। তখনই রুমে প্রবেশ করে রিতু। আয়ান রিতুকে দেখে বলে,,,,

আয়ান— আরে রিতু এসো। বসো।

রিতু— এখন কেমন লাগছে আয়ান ।(আয়ানের পাশে বসতে বসতে বললো।)

আয়ান— হুম মোটামুটি ভালো লাগছে।

রিতু— আচ্ছা আয়ান আকাশ ভাইয়া তো ফিরে এসেছে। আমার মনে হয় না তুমি আকাশ ভাইয়া আর অনুর মাঝে বাঁধা হয়ে দাঁড়াবে । তাছাড়া তারা দুজন দুজনকে ভালোবাসে। তুমি বরং পথ থেকে সরে দাড়াও । আমি তো আছি না তোমার জন্য ।

আয়ান কিছুই বলছে না। মুহূর্তে যেন নিশ্চুপ হয়ে গেছে । কি বলবে সে।

রিতু— আমি বরং যাই। তুমি আরাম করো। ( একবার অনুর দিকে তাকিয়ে চলে যায়)

আয়ান ভাবছে সত্যিই কি সে পথের কাঁটা । অনু কি তাকে ভালোবাসে না। অনু কি সত্যি তার জীবন থেকে চলে যাবে।

/

অন্যদিকে আয়ানের মা যেন ভীষণ চিন্তিত । ভাবছেন পরিবারে হয়তো বিরাট সমস্যা সৃষ্টি হতে চলেছে। নানা আজেবাজে চিন্তা ঘুরপাক খাচ্ছে মাথায় । উনি আকাশের রুমের দিকে পা বাড়ালেন। রুমে ঢুকে দেখেন আকাশ লেপটপ এ কি যেন দেখছে। আকাশ তার মাকে দেখে তাড়াতাড়ি লেপটপ অফ করে দেয়। তারপর বলে,,,,

আকাশ— মা তুমি। বসো।

আয়ানের মা— কি করছিলে বাবা।

আকাশ— না একটা কাজ করছিলাম ।

আয়ানের মা— আচ্ছা বাবা তুই কেন বিয়ের আসর থেকে উধাও হয়ে গিয়েছিলি। তারপর তর কোনো খবরও নেই। পুলিশও কোনো ইনফরমেশন দিতে পারলো না আমাদের ।

আকাশ— আরে মা ছাড়ো না এসব। আমাকে কারা যেন কিডন্যাপ করেছিল।( অপ্রস্তুত হয়ে বললো কথাটা)

আয়ানের মা— তুই কি আমাদের থেকে কিছু লুকোচ্ছিস বাবা।

আকাশ— আরে না মা। লুকানোর কি আছে।

আয়ানের মা— আচ্ছা তুই থাক। আমি গেলাম ।

আকাশ— হুম ।

আয়ানের মা চলে যেতেই আকাশ আবার লেপটপ অন করে। আয়ানের মা কিছুটা সন্দেহ করছেন আকাশের ঘাবড়ে যাওয়া দেখে। তিনি আর কিছু না ভেবে নিজের রুমে চলে গেলেন।

(আসলে আজকে গল্প দিতাম না। আমার ভীষণ জ্বর সাথে মাথাব্যথা । আপনাদের অনুরোধে শুধু দিলাম)

/

বিকেলে অনুর ঘুম ভাঙে। দেখতে পায় আয়ান হেলান দিয়ে ঘুমিয়ে আছে। আর সে আয়ানকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। অনু ধীরে ধীরে উঠে আয়ানকে আস্তে করে জড়িয়ে ধরে ঠোঁটে হালকা কিস করে। আয়ান কিছুটা নড়াচড়া করে। অনু তাড়াতাড়ি করে উঠে ওয়াশ রুমে যায় । অনু ওয়াশরুমে যেতেই আয়ানের ঘুম ভাঙে। অনুকে পাশে না দেখে আয়ান আস্তে আস্তে ওয়াশ রুমের দিকে পা বাড়ায়। অনু ওয়াশরুম থেকে বের হচ্ছে । তখনই হোঁচট খেয়ে তাল সামলাতে না পেরে আয়ানের উপর পড়ে। আয়ান নিজেকে সামলে নেয় । এজন্য নিচে পড়েনি কেউ। অনু তো আয়ানকে জড়িয়ে ধরে আছে। তার যেন ভালোই লাগছে। কিছুক্ষণ এভাবে থেকে আয়ান বলে,,,,,,,

আয়ান—- কি হলো। ছাড়ো এবার।

অনু— ওওও সরি আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি।(আয়ানের থেকে ছাড়িয়ে)

আয়ান— ওওও।

অনু— একা একা ফ্রেশ হতে পারবেন। নাকি হেল্প করবো।

আয়ান— না সমস্যা নেই। আমি পারবো। কিছুটা আরাম পাচ্ছি।(আয়ান ওয়াশ রুমে চলে যায়)

এদিকে অনু মনে মনে বলছে ,,,,,,,

অনু— মি: আয়ান । আপনাকে যত দেখি ততোই ভালো লাগে। যেন আপনাতেই আমি পূর্ণতা পাই। আপনার জন্মদিনে আপনাকে প্রপোজ করাটাও ব্যর্থ হলো। হয়তো আপনি ভুল বুঝেছেন কিন্তু আমি তো তোমাতেই পরিপূর্ণ । আপনাকে সত্যিই আমি ভালোবাসি ।

আয়ান ফ্রেশ হয়ে বাইরে এসে দেখে অনু কি যেন ভাবছে। আয়ান বলে,,,,,,

আয়ান— কি ভাবছো।

অনু চমকে উঠে। তারপর আমতা আমতা করে বলে,,

অনু— না কিছু না।( তারপর মুচকি হেসে বিছানায় যায়)।

রাত সাতটা। আয়ান বাম হাতে কষ্ট করে লেপটপ ইউজ করছে। অনু নিচে গেছে।। অনু রান্না ঘরে ঢুকতেই আকাশ পিছু নেয়। আকাশ গিয়ে অনুর হাত ধরে।

আয়ান লেপটপ অফ করে নিচে যায় মায়ের সাথে কথা বলতে। সিঁড়ি দিয়ে নামতে নামতে চোখ যায় রান্না ঘরের দিকে। আকাশকে অনুর হাত ধরতে দেখে আয়ান দাড়িয়ে যায় । তারপর মায়ের সাথে দেখা না করে রুমে চলে যায় । এদিকে অনু বলে,,,,,,

অনু— আপনাকে আমি আগেও বলেছি আমার হাত ধরবেন না। আর আপনি আমার স্বামীর বড় ভাই তাই আমারও বড় ভাই।

আকাশ— তুমি বেশি কথা বলছো। এতো কথা বলো কেন।

অনু— আপনি হাত ছাড়ুন। ( অনু হাত ছাড়িয়ে উপরে চলে যায়)।

অনু রুমে ঢুকে,,,,,,,,,,,,,,

চলবে,,,,,,,,,,,