শুভ্র নীলাভ আকাশে মেঘের আনাগোনা পর্ব-০৩

0
566

#শুভ্র_নীলাভ_আকাশে_মেঘের_আনাগোনা(৩)
#Israt_Bintey_Ishaque(লেখিকা)
(কার্টেসি ছাড়া কপি নিষিদ্ধ)

সমির বিমূঢ় হয়ে পড়ে,মুখ ফসকে এ কি বলে ফেললো সে? না না কিছু একটা বলে ব্যাপারটা এরিয়ে যেতে হবে।
ফয়জান উৎসুক হয়ে তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। সমির মেকি হাসি দিয়ে বললো,
— আসলে আমি…

কথাটা শেষ করার পূর্বেই ফোনের রিং টোন বেজে উঠল। সমির যেন হাঁফ ছেড়ে বাঁচলো, স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে উঠে দাড়ালো।ফয়জানের দিকে এক পলক তাকিয়ে বললো,
— স্যার জরুরি কল এসেছে, আমি কথা বলে আসছি।

ফয়জান হাতে ইশারা করে যেতে বললো ঠিকই কিন্তু মনের মধ্যে এক আকাশ সম বিষ্ময় রয়েই গেল। খাতা দেখা বাদ দিয়ে ভাবনায় ডুবে গেল। বেশ কিছুক্ষণ ভেবে নিজেই উত্তর তৈরি করলো,
— নিশ্চ‌ই সমির স্যার অন্য কোন স্টুডেন্ট এর কথা বলেছেন। আমি যে আলো ইসলাম এর কথা বলেছি তিনি হয়তো খেয়াল করেন নি। হুম এইটাই হবে।

এতটুকু ভেবে শান্তি পেলো ফয়জান।আলো’র খাতাটা আরো একবার ট্রায়াল দিয়ে সবগুলো খাতা নির্দিষ্ট ড্রয়ারে তালা মেরে রেখে দিল।
হাত ঘড়িতে সময় দেখে আরো কিছু প্রয়োজনীয় পেপার্স নিয়ে ল্যাপটপ অন করলো।
.
.
কায়েস অফিসে বসে কাজের ফাঁকে তার প্রেয়সির ভাবনায় মগ্ন হয়ে আছে। মায়ের সাথে কথা বলতে তার রুমের কাছে যেতেই বাবা মায়ের কিছু কথা তার কর্ণোগোচর হয়।
আয়েশা বলছিল তখন কায়েস আর রাইসার বিয়েটা এবার দিয়ে দিলে মন্দ হবে না বলো? তখন সেলিম সাহেব বললেন,
— ছেলে মেয়ে বড় হয়েছে তাদের মতামত আগে জানা প্রয়োজন নয় কি?

আয়েশা সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বললো,
— আমি জানি ওরা একে অপরকে খুব পছন্দ করে, তার পরেও ওদের মতামত জেনেই আগাবো।

বাবা মায়ের এটুকু আলোচনা শুনে নিজের রুমে চলে আসে কায়েস। অপেক্ষার প্রহর ইতি শেষের পাতা উল্টে তার মনে রঙিন প্রজাপতির ঝাঁক উড়ে যায় যেন।
এখন অফিসে বসেও এক‌ই ভাবনায় মত্ত হয়ে আছে কায়েস।
.
.
আয়েশা রহমান এবং সেলিম সাহেবের দুই ছেলে কায়েস মাহমুদ এবং তায়েস মাহমুদ। দুইজন দুই মেরুর বাসিন্দা! একজন ধার্মিক হলে আরেকজন ধার্মিক এর “ধ” ও মানে না! আবার একজন শান্ত স্নিগ্ধ শোভন তো আরেকজন এর বিপরীত ধর্মী!
একজন প্রাইভেট কোম্পানিতে চাকরি করে তো আরেকজন সরকারি চাকরি করে।

এদের মধ্যে মিল শুধু ফেইসে খানিকটা,
এর একটাই কারণ এরা এক মায়ের সন্তান।তা ছাড়া দু’জনেই সুদর্শন যুবক।যদিও কায়েস মাহমুদের গায়ের রং কিছুটা চাঁপা। তবে তায়েস মাহমুদ তুলনায় অনেক ফর্সা গায়ের রঙের অধিকারী।

দু’জনেই বিয়ের উপযুক্ত। কিন্তু তায়েস মাহমুদ এই মুহূর্তে বিয়ের নামক প্যারায় জড়াতে চায় না। সে আরো গুটি কয়েক বছর বিন্দাস লাইফ কাটাতে চায়।তার মতে বিয়ে মানে “দিল্লি’কা লাড্ডু” যা খেলেও প্রস্তাবে না খেলেও প্রস্তাবে। তাছাড়া পুলিশের চাকরি নিয়ে তার জীবন এমনিতেই ত্যানা ত্যানা!তার‌উপর বিয়ে করে বাকি ত্যানাছেড়া করার মতো ভুল করবে না সে।
.
.
রামিশা পর পর কলিং বেল বাজিয়ে চলেছে এক সেকেন্ড ও ক্ষ্যান্ত দিচ্ছে না।রিনু দরজা খুলে বললো,
— ছোড আফা শুরুডা করলেন কিডা? দরজার দার আইতে আইতে সময় দিতেন না নাকি?

রামিশা গটগট পায়ে ভিতরে ঢুকে, কাঁধ থেকে কলেজ ব্যাগটা দিরাম করে সোফায় রেখে স্কার্ফ টা ছুড়ে ফেলেলো!
বোনের এহেন কান্ড দেখে ফাইজা তড়িগড়ি করে কিচেন থেকে এলো।সে জানে রামিশা যখন কোন কিছু নিয়ে রেগে থাকে তখন জড় পদার্থের উপর সেই রাগ ফলায়,তাই ফাইজা স্বগতিক করে বললো,
— কি হয়েছে বোনু?
— আরো কয়েক ঘা বসিয়ে দিলে মনের আঁশ মিটতো আপুই!

ফাইজা বোনের কথা কিছুই মাথায় ঢুকলো না।রিনু কে বললো,
— বনুর জন্য লেবুর শরবত তৈরি করে নিয়ে আসো।

রিনু আড়ালে ঠোঁট বাঁকিয়ে বললো,
— আনতাছি বড় আফা।

শুরু থেকেই রামিশার চলনবলন মোটেও ভালো চোখে দেখে না রিনু।তাই আড়ালে ঠোঁট বাঁকিয়ে রামিশার চৌদ্দ গুষ্টি উদ্ধার করে।

ফাইজা বোনের মাথায় পরম আদুরে হাত বুলিয়ে বললো,
— আপুই কে বল কি হয়েছে?
— কলেজ থেকে ফিরতে হেঁটে আসছিলাম।রিতা আর আমি। তখন আকস্মিক দুটো ছেলে এসে পথ রোধ করে বললো, হাই ফুলটুসি!চলো সিনেমা দেখতে যাই?
এই বলে আমার আর রিতার হাত চেপে ধরে! পরিস্থিতির বিড়ম্বনা থেকে নিজেকে রক্ষা করতে হাতে থাকা পানির কন্টিনার দিয়ে ছেলেটির ঘাড়ে বসিয়ে দিলাম এক ঘা! ঘটনা বুঝতে কয়েক সেকেন্ড লাগলো রিতার হাত চেপে ধরা ছেলেটার। তারপর রিতার হাত ছেড়ে আমার চুলের মুঠি ধরতে নিলে,আমি বুদ্ধি করে রিতার হাত ধরে দৌড় শুরু করি। পিছন পিছন ছেলে দুটো দাওয়া করে। ততক্ষণে দৌড়ে লোকালয়ে চলে আসি আমরা তাই আর আগাতে সাহস পায়নি ছেলে দুটো।

বোনের বা’ড়’ন্ত শরীরের দিকে এক পলক তাকিয়ে শিউরে উঠে ফাইজা।যুগ যে মোটেও ভালো নয়, আজকে এমন একটা দূ’র্ঘটনার শিকার হয়েছে রামিশা না জানি ঐ ছেলে গুলো কি রুপ নিয়ে হাজির হয়।বাসা থেকে কলেজ কাছাকাছি হ‌ওয়াতে হেঁটেই যাতায়াত করে রামিশা।
রামিশার কাঁধ ঝাঁকিয়ে ফাইজা ভয়ার্ত দৃষ্টিতে বললো,
— বোনু ছেলে গুলো কে বুঝিয়ে বলতে পারতি। এভাবে আ’ঘাত করা একদম উচিৎ হয়নি।

রামিশা ঝাঁকুনি দিয়ে হাত সরিয়ে দেয় ফাইজা’র। তীব্র ক্ষো’ভ প্রকাশ করতে বলে,
— আপুই তুমি একটা ভিতুর ডিম হতে পারো! কিন্তু আমি ন‌ই। শয়’তান গুলোর সাহস হয় কি করে আমার হাত ধরার?আর একবার সামনে পাই তো দেখিয়ে দিব রামিশা তুজ জোহরা ঠিক কি কি করতে পারে!

আয়েশা দুই বোনের সম্পূর্ণ কথা শুনে খু’ন্তি হাতে দৌড়ে এলো কিচেন থেকে।ব্যতিব্যস্ত হয়ে বললো,
— ইয়া আল্লাহ!একি কাণ্ড ঘটিয়েছো? আল্লাহ না করুন ছেলে গুলো যদি পরবর্তীতে রাস্তা ঘাটে কোনো বিপদ ঘটায়!

রামিশা আয়েশা কে আশস্ত করে বললো,
— বড় মা তুমি চাপ নিও না।ঐ লাফা’ঙ্গা গুলো আমার সামনে আসুক একবার তখন হারে হারে টের পাবে।
— মেয়ের কথা শুন?কিসব বলছে।মা এটা লন্ডন নয়,এটা বাংলাদেশ তোকে বুঝতে হবে। এখানে জোর যার মুল্লুক তার।কেউ কারো বিপদে এগিয়ে আসে না উল্টো ক্যামেরা হাতে ভাইরাল করতে উস্তাদ।যাই হোক তোকে আগামীকাল থেকে ফয়জান বা তায়েস কিংবা কায়েস যেকোন একজন কলেজে পৌছে দিবে। আর আসার সময় আমি বা ফাইজা গিয়ে নিয়ে আসবো।এই বলে দিলাম।

এই বলে আয়েশা কিচেনে চলে গেল।রামিশা ভ্রু কুঁচকে বললো,
– আমি কি এখনো বাচ্চা নাকি যে আমাকে এভাবে গার্ড দিয়ে পাঠাতে হবে?

রিনু শরবত তৈরি করে নিয়ে আসে।ফাইজা রিনুর থেকে গ্লাস নিয়ে রামিশার হাতে তুলে দিয়ে
বললো,
— তুই ছোট না ঠিকই কিন্তু তোকে মনে রাখতে হবে তুই একজন নারী। ধরে নে এটাই তোর দূর্বলতা! একজন নারীর ইজ্জ’তের চেয়ে মূল্যবান আর কিছু নেই।যা একবার ক্ষুন্ন হলে জীবনে আর কখনো ফিরে পাওয়া যায় না। তখন যত‌ই আহাজারি কিংবা প্রতি’শোধ পরায়নতা হস না কেন।

রামিশা কিছু বুঝতে পারলো কিনা জানিনা,ফাইজার কাছ থেকে উঠে গিয়ে বাথরুমে ঢুকে গেল শাওয়ার নেয়ার জন্য।ফাইজা দীর্ঘশ্বাস ফেলে বোনের ব্যাগ, কলেজে ড্রেস গুছিয়ে রাখে।
.
.
তায়েস বসে আছে তার বস এর বাসায়। সামনে রাকিব হাওলাদার এর সহধর্মিণী তহুরা বেগম মুখে আঁচল গুঁজে কাঁদছেন। আজকে কতোদিন হয়ে গেল একমাত্র মেয়ে নিখোঁজ।মেয়ের শোকে নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছেন তিনি।

বার বার তায়েস কে অনুরোধ করে বলছে,
— বাবা আমার মেয়েটাকে ফিরিয়ে এনে দাও প্লিজ। আমার মেয়েটা নিশ্চ‌ই আমার জন্য খুব কষ্ট পাচ্ছে, না জানি কি অবস্থায় আছে মেয়েটা আমার।

তায়েস শান্তনা দিয়ে বললো,
— ম্যাম আমরা যথা সাধ্য চেষ্টা করছি এবং করবো। আপনি দো’আ করুন, সন্তানের জন্য মায়ের করা দো’আ বিফলে যায় কখনো।

রাকিব হাওলাদার তহুরা বেগম কে শান্তনা দিয়ে উপরের তলায় রুমে নিয়ে গেলেন।তায়েস ইন্সপেক্টর রাকিব হাওলাদার এর জন্য বসে আছে তিনি কি ইনট্রাকশানস দেয় তার জন্য।

পিচ্চি একটা ছেলে বল খেলছে। তখন তায়েসের কাছে বল চলে আসায় বল নিতে এসে ছেলেটা বললো,
– তুমি লুকোচুরি খেলতে পারো?

তায়েস প্রাণ খোলা হাসি দিয়ে বললো,
– লুকোচুরি খেলতে না পারলেও খুব ভালো ক্রিকেট খেলতে পারি। তুমি খেলবে আমার সাথে?

পিচ্চি ছেলেটা মুখশ্রী কুঁচকে বললো,
– না আমি লুকোচুরি খেলতে চাই যেমনটা আপ্পি খেলছে! আমিও খেলতে চাই তুমি খেলবে কিনা বলো?

তায়েস সন্দিহান দৃষ্টিতে তাকায় ছেলেটার পানে। তারপর জিজ্ঞাসা করলো,
– তোমার নাম কি পিচ্চি?

ছেলেটি প্রতিবাদ করে বললো,
– আমাকে পিচ্চি বলবে না।
– আচ্ছা সরি। এবার তো বলো?
– আলিফ।

তায়েস বললো,
– আলিফ তোমার কেন মনে হলো তোমার আপ্পি লুকোচুরি খেলছে?

আলিফ ঠোঁটে আঙুল রেখে করে বললো,
– হুঁশ!

আলিফ কে পর্যবেক্ষন করে তায়েস ও ঠোঁটে আঙুল দেয়। তখন আলিফ ফিসফিস করে বলে,
– কাউকে এ ব্যাপারে জানতে দিও না। না হয় আপ্পিকে বাবাই মামুনি আপ্পিকে খুঁজে পেয়ে যাবে!

রাকিব হাওলাদার এসে তাদের আলোচনায় ব্যাঘাত ঘটায়। তিনি এসে তায়েস কে নিয়ে বেরিয়ে পড়লেন। কিন্তু তায়েস আলিফ কথা গুলো হেলাফেলা করতে পারছে না কিছুতেই। ঠিক করলো এ ব্যাপারে আলিফের সাথে কথা বলবে……

#চলবে… ইনশা আল্লাহ।