চিলেকোঠার প্রেম পর্ব-১১

0
523

#চিলেকোঠার_প্রেম

#Ishita_Rahman_Sanjida(Simran)

#পর্ব_১১

বিশাল বড় হলরুমে সামনাসামনি দুটো সোফা পাতা। সামনাসামনি বসে আছে আরাদ আর ফাহিম। দুজনের দুপাশে দশ থেকে পনের জন গার্ড দাঁড়িয়ে আছে। পায়ের উপর পা তুলে বসে আছে আরাদ। পরনে তার হোয়াইট শার্ট আর ব্ল্যাক সুট। হাতে ব্ল্যাক ঘড়ি। সামনের টেবিলের উপর সানগ্লাস টা খুলে রেখেছে সে।যার ফলে আরাদের রাগটা স্পষ্ট দেখতে পাচ্ছে ফাহিম। চোখদুটো লাল হয়ে আছে আরাদের যেন রক্ত ঝরছে। কিন্তু ফাহিমের কোন হেলদোল নেই। সে স্বাভাবিক ভঙ্গিতে বসে আছে। যেন কিছুই হয়নি। আরাদ রুদ্ধ কন্ঠে বলল,’আমাকে মারার চেষ্টা করেছো আমি কিছু বলিনি। আমার প্রজেক্টের বিষয়ে নাক গলিয়েছো তবুও কিছু বলিনি। কিন্তু আমার কাছের মানুষের উপর হামলা করার সাহস হলো কিভাবে??লড়াইটা আমাদের মাঝে। তাহলে আমাকে হারানোর জন্য আমার কাছের মানুষের উপর আঘাত করছো কেন?? একে পুরুষত্ব বলে না।’

আরাদের ক্ষোভে ভরা মুখটা দেখে হাসলো ফাহিম। এতে আরাদের রাগটা আরো বেড়ে গেল। কিন্তু এখানে কোনরকম মারামারি করতে চায় না আরাদ তাই দাঁতে দাঁত চেপে সে সহ্য করছে। ফাহিম তার গায়ের সুট টা টেনে ঠিক করে বলল,’ওই মেয়েটা তোমার কাছের মানুষ??তো কবে থেকে হলো??’

‘কে কখন কার কাছের মানুষ হয়ে যায় তা কেউ জানে না। কিন্তু আজকে আমার কাছের মানুষের উপর হামলা করে বহুত বড় ভুল করেছো তুমি যার মাশুল তোমাকে দিতে হবে। আমার উপর করা আক্রমণ এর জন্য তোমাকে কিছু বলতাম না। তবে আজকে সায়েনের উপর আক্রমণ করে সবচেয়ে বড় ভুল করেছো তুমি।’

ফাহিম ঠোঁট এলিয়ে আবার হাসলো বলল, ‘তোমার কি মনে হয় আমার মধ্যে পুরষত্ব নেই?? পেছন থেকে ছুরি বসানোর মতো কাপুরুষ আমি নই। সামনে থেকে লড়াই করার ক্ষমতা আর সাহস দুটোই আছে আমার।’

‘তাহলে সায়েনের উপর কেন আক্রমণ করলে। কেন ওকে মারতে চাইছো??’

‘ওই মেয়েটাকে চাইলে তখনই মেরে ফেলতে পারতাম। তোমার লোকেরা হাজার চেষ্টা করেও বাঁচাতে পারতো না। আমি বলেছি বলেই মেয়েটাকে বাঁচিয়ে রাখা হয়েছে। নইলে মেয়েটা এতক্ষণে,,,,’

আরাদ দাঁতে দাঁত চেপে ফাহিমের কলার চেপে ধরলো। সাথে সাথে আরাদের চারিদিকে
রিভালবার তাক করলো ফাহিমের গার্ডরা। আরাদের তাতে কোন ভাবান্তর নেই। এসবে সে ভয় পায় না। রক্তচক্ষু নিয়ে সে বলল, ‘সায়েনের গায়ে যদি এতটুকু আঁচড় লাগে তাহলে তুই তোর অস্তিত্ব খুঁজে পাবি না। আমার হিংস্রতার সম্পর্কে তোর কোন ধারণা নেই। তোর মতো ছুঁচো কে মারতে আমার একটুও সময় লাগবে না।’

ফাহিম হতবাক হয়ে গেল আরাদের কাজে। হাত উঁচিয়ে সে তার গার্ডদের থামতে বলল। সবাই যে যার জায়গায় দাঁড়িয়ে পড়লো। ফাহিম আলতো হাতে আরাদের হাত ছাড়িয়ে নিলো। আরাদ পুনরায় সোফায় বসে নিজের রাগ কন্ট্রোল করতে লাগলো। ফাহিম কলার ঠিক করে বলল,’তোমার হিংস্রতা সম্পর্কে আমার ধারণা খুবই কম। কিন্তু আমার সম্পর্কে ও জানো তুমি। ওই মেয়ের উপর আর কেউ হামলা করবে না। কিন্তু সাবধানে থেকো,সামনে নিজের সবচেয়ে বড় পুরস্কার যেন হারাতে বসো না?? একসাথে দুটো পুরষ্কার কখনোই পাওয়া যায় না। একটা পেতে হলে আরেকটা হারাতে হয় মাইন্ড ইট।’

বলেই ফাহিম শয়তানির হাসি দিলো। আরাদ রেগে ওখান থেকে চলে আসলো। রাগে ঝলসে যাচ্ছে ওর পুরো শরীর। ফাহিমের একটা ব্যবস্থা না করা পর্যন্ত ওর শান্তি হবে না। বাইরে জোনায়েদ দাঁড়িয়ে ছিল। আরাদ জোনায়েদ কে ভেতরে যেতে বারণ করেছিল। আরাদ গাড়ির ফ্রন্ট সিটে বসে পড়লো আর জোনায়েদ ড্রাইভিং সিটে। জোনায়েদ জিজ্ঞেস করল,’কি হয়েছে আরাদ??ফাহিম কি বললো??’

আরাদ রেগে গর্জে উঠে বলল,’বাস্টার্ড,ওকে তো আমি ছাড়বো না। ওকে খুন করা না পর্যন্ত আমার শান্তি হবে না। আমার ঘুমন্ত হিংস্রতাকে জাগিয়ে তোলার পরিনাম কি হতে পারে তা ও জানে না।’

‘রিলাক্স আরাদ। আমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত ফাহিমের কোন ক্ষতি করা সম্ভব নয়। কারণ আঙ্গুলটা তোর উপরে প্রথম উঠবে।’

আরাদ চুপ করে গেল। মেজাজ গরম হচ্ছে ওর। জোনায়েদ আবার বলল,’সায়েনের বাড়িতে যাবি??ওরা কিন্তু ফিরে এসেছে। সায়েন তোকে না পেলে কি করবে??আর তুই এখন গিয়ে কি জবাব দিবি??’

‘ম্যানেজ করে নেব আমি তোকে ভাবতে হবে না। আমাকে ড্রপ করে দে।’

আরাদকে সায়েনের বাড়িতে নামিয়ে দিলো জোনায়েদ। পাইপ বেয়ে ছাদে উঠে পড়লো আরাদ। দরজার কাছে গিয়ে দেখল দরজা খোলা। সায়েন হয়তো খুলে রেখেছে আরাদের অপেক্ষায়। আরাদ দেরি না করেই সায়েনের রুমে চলে গেল।
রাত গভীর, সায়েন ঘুমাচ্ছে। চোখের কোণে পানি জমে আছে। বালিশটাও অনেকখানি ভিজে গেছে। আরাদ মুচকি হাসলো,সায়েন নিশ্চয়ই ওকে না পেয়ে কেঁদেছে। কিন্তু ওর সামনে কখনোই কাঁদেনি সায়েন। আরাদ হাঁটু গেড়ে সায়েনের সামনে বসে পড়লো। সায়েনের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু খেলো। হাত ধরেই বসে রইল আরাদ।
হঠাৎ করেই চোখ মেলে তাকালো সায়েন। বুঝতে পারলো যে সামনে বসে থাকা ব্যক্তিটা আর কেউ নয় স্বয়ং আরাদ। ড্রিম লাইটের আলোয় স্পষ্ট দেখতে পারছে সায়েন। হুট করেই কেঁদে উঠলো সায়েন। কাঁদতে কাঁদতে আরাদের গলা জড়িয়ে ধরলো সে। আরাদ হতবাক হয়ে গেছে। সায়েন এভাবে কাঁদছে কেন??আরাদ সায়েনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ওকে আস্বস্ত করে বলল,’কান্না থামাও!!আমি এসে গেছি। কি হয়েছে বলো?
কান্না থামাও নাহলে তোমার মা চলে আসবে তখন আমাকে দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে।’

সায়েন কান্না থামালো তবে আরাদকে ছাড়লো না। আরাদকে সে শক্ত করে ধরে আছে। সায়েনকে ধরেই উঠে খাটের উপর বসে একহাতে সায়েনকে জড়িয়ে ধরে বলল,’কি হয়েছে সায়েন??’
সায়েন এক ঝটকায় আরাদকে ছেড়ে দিল। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে বলল, ‘কোথায় গিয়েছিলেন আপনি??কতো খুঁজেছি আপনাকে!!আজ কতবার ছাদে গিয়েছি জানেন আপনি?? আমার চিন্তা হয় আপনি জানেন না??’
বলতে বলতে চোখের পানি গড়িয়ে পড়লো সায়েনের। আরাদ মুচকি হেসে সায়েনের চোখের পানি মুছে দিয়ে বলল,’আর কাঁদতে হবে না আমি এসে গেছি। আর কোথাও যাব না। তুমি যদি এভাবে কাঁদতে থাকো তাহলে আমি সত্যি সত্যি চলে যাব আর কখনো ফিরে আসব না।’

সায়েন আরাদের হাত টেনে ধরলো বলল, ‘আমি আর কাঁদব না। কোন প্রশ্ন ও করব না। শুধু আপনি এখানে থাকুন আমার ভয় করছে খুব।’

আরাদ বুঝল যে কালকের বিষয়টা নিয়ে আপসেট সায়েন। তাই কিছু জিজ্ঞেস করলো না।
‘আমি তোমার পাশে আছি। তুমি শুয়ে পড়ো ভালো লাগবে।’

‘নাহ আপনি আবার চলে যাবেন।’

‘আমি কোথাও যাব না সায়েন। তোমার পাশেই বসে থাকব।’

আরাদ জোর করে শুইয়ে দিলো সায়েনকে। তারপর ওর পাশে বসে মাথায় হাত বুলাতে লাগলো। সায়েন চোখ বন্ধ করে আরাদের একহাত ধরে রেখেছে। কালকের বিষয়ে আরাদকে কিছু জানাল না সায়েন। যদি আরাদ চিন্তা করে এজন্য। সায়েনের এইরকম অবস্থা দেখে আরাদের রাগটা বেড়ে গেল। ফাহিমকে খুন করতে ইচ্ছে করছে আরাদের। কিন্তু নিজেকে এখন সংযত রাখার দরকার। ফাহিমকে সে কিছুতেই ছাড়বে না। সবার আগে সায়েনকে সেফ রাখতে হবে। তারজন্য সায়েনকে ওর বাড়িতে নিয়ে যাওয়া দরকার। সেখানে সায়েন সম্পূর্ণ সেফ থাকবে। কিন্তু তার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। আরাদ সায়েনের দিকে তাকালো। ঘুমিয়ে পড়েছে সায়েন। কপালে উষ্ণ পরশ এঁকে দিয়ে উঠে পড়ে আরাদ। কঙ্খিত চিলেকোঠার ঘরে পৌঁছে যায় সে। খুব ক্লান্ত আরাদ। কালকে থেকে দৌড়ের উপর ছিল সে। কাল যখন জানতে পারলো যে সায়েনের উপর হামলা করা হয়েছে তখন রাগে ফায়ার হয়ে গিয়েছিল সে। সবকিছু ভুলে ছুটে গিয়েছিল।রাগের মাথায় কাকে কি বলেছে তাও জানে না আরাদ। পরে জোনায়েদ এসে আরাদকে শান্ত করে। ফাহিমের সাথে দেখা করানোর ব্যবস্থা জোনায়েদ করে দেয়।
মেঝেতে পাতা তোশকের উপর গা এলিয়ে দিলো আরাদ। চোখ জুড়ে ঘুমেরা দৌড়াদৌড়ি করছে। শুয়ে পড়তেই ঘুমের দেশে তলিয়ে গেল সে।

______________

সকালে ভোরেই ঘুম ভাঙ্গল সায়েনের। উঠে ফ্রেশ হয়ে মায়ের রুমে উঁকি দিলো। জয়নব বেগম এখনও ঘুমাচ্ছেন। সায়েন তাই রান্না ঘরে চলে গেল। চুলা জ্বালিয়ে পাতিলে পানি বসালো চা বানাবে বলে। শীত পড়েছে খুব। ডিসেম্বরের শুরু মাত্র। শীত এলেই সায়েন প্রতিদিন চা খাবে। চা বানিয়ে বড় একটা মগে নিলো। তারপর আস্তে আস্তে ছাদে চলে গেল সে। এদিক ওদিক তাকিয়ে চারপাশ টা দেখে নিলো। কেউ এখনও ছাদে আসেনি তাই ওকে দেখতেও পারবে না। নিঃশব্দে চিলেকোঠার দরজা খুলে ভেতরে ঢুকতেই চোখ পড়লো আরাদের দিকে। উপুড় হয়ে শুয়ে আরামে ঘুমাচ্ছে আরাদ। যেন কতকাল সে না ঘুমিয়ে কাটিয়েছে। তাই আজকে শান্তি মতো ঘুমাচ্ছে। সায়েন আরাদের পাশে গিয়ে বসে আস্তে করে ডাকলো। আরাদ একটু নড়েচড়ে আবার ঘুমিয়ে পড়লো। সায়েন মুচকি হাসলো আরাদকে এভাবে ঘুমাতে দেখে। অদ্ভুত ছেলেটা,আচ্ছা আরাদের কবে সবকিছু মনে পড়বে?? মাথার মধ্যে এই প্রশ্নটা সবসময় ঘুরপাক খায় সায়েনের। মুখ ফুটে কখনো আরাদকে জিজ্ঞেস করেও না। কেমন যেন আনইজি ফিল হয় সায়েনের। এসব ভাবতে ভাবতেই হাতের মগটা আরাদের হাতের সাথে লেগে যায়। গরম অনুভব করায় লাফিয়ে উঠলো আরাদ। সায়েন হকচকিয়ে পিছিয়ে গেল। ঘুমঘুম চোখে সায়েনের দিকে তাকিয়ে আরাদ বলল,’তুমি এতো সকালে??’
বলতে বলতে আরাদ বালিশে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে ফেলল। মানে সে আরো ঘুমাতে চাইছে। সায়েন বলল,’সকাল তো সেই কখন হয়েছে!! আপনি এখনও ঘুমাচ্ছেন কেন??’
‘আরেকটু ঘুমাই?? খুব ঘুম পাচ্ছে।’ ঘুম জড়ানো কন্ঠে বলল আরাদ। সায়েন চোখ কুঁচকে তাকালো আরাদের দিকে বলল, ‘কালকে কোথায় গিয়েছিলেন আপনি??’

‘ফাহিমের সাথে দেখা করতে!!’

সায়েন অবাক হয়ে বলল,’ফাহিম!!কে ফাহিম??’
লাফ মেরে উঠে বসে আরাদ। ঘুমের ঘোরে এসব কি বলে ফেলল?? এখন সায়েনকে কি বলবে সে??সায়েন সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল,’সত্যি বলুন। কে এই ফাহিম??’

আরাদ ঘাবড়ে গেল। কি বলবে?? ঠোঁটজোড়া জিভ দিয়ে ভিজিয়ে নিলো বলল,’মেইন রাস্তার পাশে একটা ছোট ছেলে থাকে। কাগজ কুড়ায়। ওর সাথেই দেখা করতে গিয়েছিলাম। বাসায় ভালো লাগছিলো না তাই বের হয়েছিলাম। ওই ফাহিম আমাকে সারাদিন ঘুরিয়েছে। রাতের বেলা তো আসতে দিতেই চাইছিল না। তবুও চলে এসেছি। আমি কি করে জানবো যে তোমরা কালকেই চলে আসবে?? তোমাদের তো আজকে আসার কথা ছিল তাই না?? তাহলে কাল এলে কেন??’
সায়েন চুপ হয়ে গেল। ওই ঘটনাটা কিছুতেই আরাদকে জানানো যাবে না। তাহলে চিন্তা করবে। সায়েন বলল,’এমনি চলে এসেছি। বিয়ে বাড়ি মানুষজন ভালো লাগছিল না। তাই চলে এসেছি। আপনি ঘুমান আমি যাই। পরে একসময় খাবার নিয়ে আসব।’

সায়েন উঠে চলে যেতেই আরাদ প্রশান্তির শ্বাস ফেলে শুয়ে পড়লো। সায়েন ছাদের বর্ডার ঘেষে দাঁড়াল। চায়ের মগে চুমুক দিয়ে সে আকাশের দিকে তাকালো। হালকা কুয়াশায় ছেয়ে গেছে চারিদিক। মগে এখনও অনেক খানি চা রয়েছে। আরাদের জন্যও এনেছিল। কিন্তু তা দেওয়া হলো কই??চা শেষ করতে করতে সায়েন ভাবলো যে, আরাদের কোন অজানা শত্রু ওর উপর আক্রমণ করেনি তো??প্রথম দিনের কথা মনে পড়ে গেল। আরাদকে তো আক্রমণ করা হয়েছিল। সায়েন ওকে বাঁচিয়েছে। সেদিন আরাদও ওর শত্রুদের কথা বলেছিল। কোনভাবে সেই শত্রুরা জেনে যায়নি তো যে আরাদ ওর কাছে আছে!!সেজন্যই কি সায়েনের উপর হামলা করেছিল। কিন্তু তারা যদি জানে আরাদ এখানে তাহলে তো সবার আগে আরাদকে আক্রমণ করার কথা। তা না করে সায়েনকে আক্রমণ কেন করলো??আর সবচেয়ে বড় কথা ওই লোকগুলো কারা??যারা সায়েনকে বাঁচাতে ছুটে এসেছে??মাথাটা বন বন করে ঘুরছে সায়েনের। প্রশ্নগুলো জটলা পাকিয়ে গেছে। ওর মনে হচ্ছে এতগুলো প্রশ্নের উত্তর এক। আর সেটা হলো আরাদ। কিন্তু আরাদের যে কিছুই মনে নেই। এটাই সবচেয়ে বড় সমস্যা।
আর ভাবলো না সায়েন। এভাবে ভাবলে সে পাগল হয়ে যাবে। চা টাও পুরো শেষ করতে পারলো না। ছাদের উপর ফেলে চলে এলো।

সময় বহমান, সবকিছু ধরে রাখা গেলেও সময়কে কেউ কখনোই ধরে রাখতে পারবে না। সে তার নিজের গতিতে এগিয়ে চলছে। আর মানুষ সময়ের সাথে তাল মিলিয়ে চলছে। জয়নব বেগম সেদিনের পর থেকে সায়েনকে কোথাও একা ছাড়েনি। সবসময় সায়েনের সাথে সাথে থেকেছে। এমনকি কলেজেও ওর সাথে গিয়েছে আবার সায়েনকে নিয়েই ফিরেছে। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে সায়েনের পরিবার। ডিসেম্বর এর শেষ হতে চলল। শীতের প্রখরতা বাড়ছে। সকাল বেলা চারিদিকে কুয়াশাচ্ছন্ন থাকে। সূর্যের আলোয় আবার তা কেটে যায়। রোদ পোহাতে অনেকেই ছাদে আসে। তবে সায়েনের এতে খুব ভালো হয়েছে। রোদ পোহানোর নাম করে বই হাতে সে ছাদে চলে আসে। মাঝে মাঝে আরাদের সাথে গল্প জমায় আবার পড়াশোনার দিকেও নজর দেয়। সামনে পরীক্ষা, পড়াশোনা তো করতেই হবে। আরাদ ও সায়েনকে পড়ার জন্য বেশ সময় দেয়। এখন প্রতিদিন রাতেই আরাদকে বের হতে হয়। জোনায়েদ একা আর কত সামলাবে??তাই রাতের বেলা আরাদ গিয়ে উপস্থিত হয়। সমস্ত কাজ করে রেখে তারপর ফেরে সে। এভাবেই দিনগুলো কেমন কেটে গেল।
৩০শে ডিসেম্বর,নিউ ইয়ারের আনন্দ সবদিকে ছড়িয়ে পড়ছে!!!সন্ধ্যায় গুটিগুটি পায়ে ছাদে আসে সায়েন। গায়ে শাল জড়ানো। নিচে অবশ্য সোয়েটার পড়েছে। আরাদ ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে। আরাদের গায়েও চাদর জড়ানো। সায়েন কিনে এনে দিয়েছিল। সায়েন আরাদের পাশে দাঁড়িয়ে বলল,’ছাদে দাঁড়িয়ে কি করছেন??’

আরাদের দৃষ্টি কুয়াশা মাখা আকাশের দিকে। না তাকিয়েই বলল,’তোমাকে কিছু কথা বলার আছে সায়েন।’

সায়েন আশ্চর্য হয়ে তাকালো আরাদের মুখ পানে। কেমন যেন উদাস উদাস লাগছে আরাদকে। কি এমন বলবে সে যে এরকম পেঁচার মতো মুখ করে রেখেছে??সায়েন কথা বলল না। আরাদ চোখ ঘুরিয়ে সায়েনের দিকে দৃষ্টি নিবদ্ধ করলো। সায়েনের চোখ দেখে বুঝলো যে সে শুনতে চায় আরাদের কথা।

#চলবে,,,,,,,,,,,,,